অস্ত্রোপচারে বড় সড় সাফল্যের নজির

Published By: Khabar India Online | Published On:

  টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ     করোনা পরিস্থিতিতে আসানসোল জেলা হাসপাতালের পরিষেবা স্বাভাবিক হয়ে উঠতেই অস্ত্রোপচারে বড় সড় সাফল্যের নজির ৷ করোনা সংক্রমণ ও লকডাউন পর্যায়ে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকের সংকট থাকায় জেলা হাসপাতালে (জরুরি পরিষেবাগুলি ছাড়া) কোল্ড ওটি বা অন্যান্য রোগের অস্ত্রোপচারগুলি এক প্রকার বন্ধ রাখা হয়েছিল কিছুদিনের জন্যে ৷ তবে লক ডাউন পর্যায় পেরিয়ে এখন দেশ রাজ্যে শুরু হয়েছে আনলক -১, ও আনলক-২ পর্যায় ৷এই পরিস্থিতিতে জেলা হাসপাতালেও চিকিৎসা বিভিগের সব পরিষেবাগুলি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে ৷ সেই পরিস্থিতিতেই হিপ রিপ্লেসমেন্টের মত বড় সড় সার্জারিতে সাফল্য লাভ করে নজির সৃষ্টি করেছে আসানসোল জেলা হাসপাতাল ৷ চিকিৎসক সুপ্রিয় মাইতি জানিয়েছেন , বার্ণপুরের হিলভিউ অঞ্চলের বাসিন্দা শ্যামল সাহা(৫৪) গত দশ থেকে বারো বছর আগে হিপের বল ক্ষয়ে যাওয়ায় বাইরের চিকিৎসকের মাধ্যমে অস্ত্রোপচার করিয়েছিলেন ৷ যেখানে হিপের বল স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয়েছিল ৷ এরপর ৫ বছর আগে বর্ধমানে গিয়ে সেই স্ক্রু খোলা হলেও স্বাভাবিক চলা ফেরা করতে পারছিলেন না রোগী ৷ অন্যদিকে জীবিকা নির্বাহে স্বাভাবিক পরিস্থিতি না থাকায় আর্থিক অনটনে ছিল রোগী পরিবারটি ৷ করোনা পরিস্থিতিতে এই রোগী তার কাছে চিকিৎসার জন্যে হাজির হয়েছিলেন ৷ তবে জেলা হাসপাতালে কোল্ড ওটিগুলি বন্ধ থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছিল না ৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় রোগীর টোটাল হিপ রিপ্লেসমেন্টের অস্ত্রোপচার সফল ভাবে করা হয় ৷ বর্তমানে রোগী সম্পূর্ণ রূপে সুস্থ আছে ৷ অন্যদিকে রোগীর স্ত্রী তপতী সাহা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতেও জেলা হাসপাতালের চিকিৎসকরা যেভাবে তাদের সহযোগিতা করেছেন ও সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার স্বামীকে সুস্থ করে তুলেছেন , তার জন্যে তিনি চিকিৎসক ও জেলা হাসপাতালের কাছে কৃতজ্ঞ ৷ পাশাপাশি জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন , হিপ রিপ্লেসমেন্টের মত বড় অস্ত্রোপচারের সাফল্যের মাধ্যমে জেলা হাসপাতাল তার চিকিৎসা পরিষেবায় স্বাভাবিক ছন্দে ফিরছে ৷ এটা একটা বড় প্রাপ্তি ৷

আরও পড়ুন -  "সম্পন্ন জীবনের আশা"