38 C
Kolkata
Friday, May 17, 2024

কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ      আরোগ্যের হার দ্রুত বৃদ্ধি পেয়ে ৬০%-র কাছাকাছি পৌছাচ্ছে

চিকিৎসাধীন সংক্রমিতদের থেকে ১,৩২,৯১২ জন বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন

দেশে কোভিড-১৯ মহামারীর মোকাবিলায় কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সমন্বিতভাবে নানা উদ্যোগ গ্রহণ করায় তার সুফল পাওয়া যাচ্ছে।

চিকিৎসাধীন সংক্রমিতদের থেকে ১,৩২,৯১২ জন বেশী  সুস্থ হয়ে উঠেছেন। সময়োপযোগী যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে প্রতিদিন ১০হাজারের বেশী সংক্রমিত সুস্থ হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ১১,৮৮১জন সুস্থ হয়েছেন।  কোভিড সংক্রমিতদের সুস্থ হয়ে ওঠার হার  ৫৯.৫২ শতাংশ।  দেশে মোট ৩,৫৯.৮৫৯  জন সুস্থ হয়েছেন।  বর্তমানে ২,২৬,৯৪৭জন  কোভিড-১৯এ সংক্রমিত রোগী চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

সংখ্যার হিসেবে যে ১৫টি রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে  সবথেকে বেশী সংক্রমিত সুস্থ হয়ে উঠেছেন, সেগুলি হল –

ক্রমিক সংখ্যারাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলসুস্থ হওয়ার সংখ্যা
মহারাষ্ট্র৯৩,১৫৯
দিল্লি ৫৯,৯৯২
তামিলনাডু ৫২,৯২৬
গুজরাট ২৪,০৩০
 উত্তর প্রদেশ ১৬,৬২৯
রাজস্থান ১৪,৫৭৪
পশ্চিমবংগ ১২,৫২৮
মধ্যপ্রদেশ১০,৬৫৫
হরিয়ানা ১০,৪৯৯
১০তেলেঙ্গানা৮০৮২
১১কর্ণাটক৮০৬৩
১২বিহার ৭৯৪৬
১৩অন্ধ্রপ্রদেশ৬৯৮৮
১৪অসম৫৮৫১
১৫ওডিশা৫৩৫৩

  যে ১৫টি রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে সুস্থ হয়ে ওঠার হার বেশী, সেগুলি হলঃ-

ক্রমিক সংখ্যারাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলসুস্থ হওয়ার সংখ্যা
চন্ডীগড়৮২.৩%
মেঘালয় ৮০.৮%
রাজস্থান ৭৯.৬%
উত্তরাখন্ড৭৮.৬%
ছত্তিশগড়৭৮.৩%
ত্রিপুরা৭৮.৩%
বিহার৭৭.৫%
মিজোরাম৭৬.৯%
মধ্যপ্রদেশ৭৬.৯%
১০ঝাড়খন্ড৭৬.৬%
১১ ওডিশা৭৩.২%
১২গুজরাট৭২.৩%
১৩হরিয়ানা৭০.৩%
১৪লাদাখ৭০.১%
১৫উত্তর প্রদেশ৬৯.১%

‘টেস্ট-ট্রেস-ট্রিট’ কৌশল অবলম্বন করে প্রতিদিন নমুনা পরীক্ষা বাড়ানো হচ্ছে। গত ২৪ ঘন্টায় ২,২৯,৫৮৮ টি নমুনা পরীক্ষা হয়েছে, যার পরিমাণ দৈনিক হিসেবে সর্বোচ্চ। এ পর্যন্ত দেশে মোট ৯০,৫৬,১৭৩টি নমুনার পরীক্ষা হয়েছে।

নমুনা পরীক্ষা করার জন্য দেশে পরীক্ষাগারের সংখ্যা  বৃদ্ধি করার উদ্যোগ অব্যাহত। সরকারী পরীক্ষাগার ৭৬৪টি ও বেসরকারি পরীক্ষাগার ২৯৭টি ౼অর্থাৎ মোট ১০৬৫টি পরীক্ষাগার এই মুহূর্তে দেশের নানা প্রান্তে রয়েছে। এর মধ্যে ৩৬৬টি সরকারী ও ২১২টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৫৭৮ টি) রিয়েল টাইম পিসিআরের মাধ্যমে, ৩৭০টি সরকারি ও ২৮টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৩৯৪টি)  ট্রুন্যাটের মাধ্যমে  এবং ৩২টি সরকারি ও ৫৭টি বেসরকারী পরীক্ষাগারে (মোট ৮৯টি) সিবিন্যাটের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

কোভিড-১৯ এর বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের জন্য এবং এই মহামারী প্রতিরোধের বিষয়ে যে সব নির্দেশিকা জারি করা হয়েছে তা জানতে https://www.mohfw.gov.in/ লিঙ্কটি ক্লিক করুন।

  কোভিড-১৯ এর বিষয়ে কোন জিজ্ঞাস্য থাকলে [email protected]  অথবা  [email protected] – এই দুটি  ই-মেলে যোগাযোগ করা যাবে। ট্যুইটার হ্যান্ডেল @CovidIndiaSeva-এ ও প্রশ্ন করা যাবে।  এছাড়াও +৯১-১১-২৩৯৭ -৮০৪৬  অথবা নিঃশুল্ক নম্বর ১০৭৫ এ ফোন করা যাবে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোভিড–১৯ সংক্রান্ত হেল্প লাইন নম্বরগুলির তালিকা পেতে চাইলে নীচের লিঙ্কে ক্লিক করুন –

https://www.mohfw.gov.in/pdf/coronvavirushelplinenumber.pdf

সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img