33 C
Kolkata
Thursday, May 2, 2024

ফি মকুবের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ     আসানসোলের বেসরকারি স্কুলে অহেতুক ফীস মকুবের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ ৷ এদিন সকালে আসানসোলের বুধা মোড় লাগোয়া একটি বেসরকারি নার্সারি স্কুলে অভিভাবকেরা একত্রিত ভাবে বিক্ষোভে শামিল হয় ৷ তাদের দাবি, বর্তমানে করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ আছে ৷স্কুল কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের সুবিধায় অনলাইন ক্লাস চালাচ্ছে ৷ তাই তারা বর্তমানে টিউশন ফীস দিতে রাজি থাকলেও বিল্ডিং ফীস, ইলেকট্রিক বিল সংক্রান্ত ফীস, বা ল্যাব ও কম্পিউটার ফীসগুলি দিতে রাজি নয় ৷ যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শর্মিষ্ঠা চৌধুরি জানিয়েছেন বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে ৷ আগামী এক সপ্তাহের মধ্যে প্রিন্সিপ্যাল অভিভাবকদের সাথে কথা বলে সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন ৷

আরও পড়ুন -  সবজির কোরমা

Latest News

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ

Web Series: শরীরের খেলা শুরু বাসর রাতেই, নেটজগতে কাঁপছে এই ওয়েব সিরিজ।  Web Series টি ১৮+ উদ্ধের জন্য। ওয়েব সিরিজ!...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img