ক্রীড়াপ্রেমীদের অপেক্ষার অবসান হতে চলেছে, কারণ শুরু হচ্ছে উত্তেজনায় ভরা WPL 2026। বছরের প্রথম দিকেই ক্রিকেট প্রেমীরা পাবেন এক দুর্দান্ত সূচনা, যেখানে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং চির-প্রতিদ্বন্দ্বী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে নারী প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। BCCI সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই থাকবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, কারণ মুম্বই ইন্ডিয়ান্স শুরুর দিনেই খেলতে নামবে RCB-এর বিরুদ্ধে। গত মরসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে শিরোপা জিতেছিল MI, ফলে এবারের প্রথম ম্যাচ থেকেই প্রত্যাশার চাপ চরমে।
সূত্র মতে, প্রায় এক মাস ধরে চলবে WPL 2026। নতুন বছরে এই লিগ আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে বোর্ডের। স্টেডিয়াম গ্যালারি থেকে শুরু করে টিভি দর্শক—সব ক্ষেত্রেই আগের বছরের তুলনায় দ্বিগুণ ভিড় আশা করা হচ্ছে। দলগুলিও নিজেদের শক্তি বাড়াতে নিলামে দলে নিয়েছে নতুন তারকারা।
উদ্বোধনী ম্যাচের ঘোষণার পরেই দেশে-বিদেশে শুরু হয়েছে উত্তেজনার তরঙ্গ। MI-র অভিজ্ঞতা ও RCB-র আগ্রাসী স্টাইল—প্রথম ম্যাচ থেকেই জমে উঠবে WPL 2026।
1. WPL 2026 কবে শুরু হচ্ছে?
৯ জানুয়ারি ২০২৬ থেকে টুর্নামেন্ট শুরু হবে।
2. প্রথম ম্যাচে কোন দলগুলি মুখোমুখি হবে?
মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
3. WPL 2026 কতদিন চলবে?
প্রায় এক মাস ধরে চলবে বলে বোর্ড জানিয়েছে।
4. গতবার কোন দল চ্যাম্পিয়ন হয়েছিল?
মুম্বই ইন্ডিয়ান্স।

