দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে জারি কনকনে শীত, কলকাতায় সামান্য বাড়ল পারদ

Published By: Khabar India Online | Published On:

শহরের আকাশে সকালের আলো ফুটতেই টের পাওয়া গেল—শীত এখনও জমে আছে নিজের মতো করেই। কলকাতার পারদ সামান্য বাড়লেও শীতের মেজাজ কিন্তু একই রয়েছে, আর আবহাওয়া দফতর জানাচ্ছে—এই আমেজ আগামী সাত দিন অপরিবর্তিত থাকবে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে সামান্য ০.৮ ডিগ্রি কম। মঙ্গলবারের তুলনায় একটু বাড়লেও তা শীতের অনুভবে কোনও প্রভাব ফেলেনি। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৫ ডিগ্রির আশেপাশে।

আলিপুর আবহাওয়া দফতরের মতে, পশ্চিম হিমালয় এলাকায় কোনও শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝার ইঙ্গিত না থাকায় রাজ্যের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আগামী এক সপ্তাহ শীতের ধরন একই থাকবে। বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের অনুপস্থিতিতে বৃষ্টির সম্ভাবনাও নেই।

দক্ষিণবঙ্গের সব জেলায় ভোরবেলা ঘন কুয়াশার দাপট দেখা যাবে। যদিও দিনের দিকে দৃশ্যমানতা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও শীতের আমেজ বজায় থাকবে।

এক কথায়, রাজ্যজুড়ে আপাতত চলছে একটানা শীতের সময়—স্থির, শুষ্ক আর কুয়াশায় ঢাকা।

1. আগামী ৭ দিনে শীত কি বাড়বে?
আবহাওয়া দফতর জানিয়েছে, শীত প্রায় অপরিবর্তিত থাকবে, বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

2. কলকাতার আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত?
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

3. বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা আছে কি?
না, বঙ্গোপসাগরে নিম্নচাপ না থাকায় বৃষ্টির সম্ভাবনা নেই।

4. দক্ষিণবঙ্গে কি কুয়াশা থাকবে?
হ্যাঁ, ভোরবেলায় ঘন কুয়াশা দেখা যাবে, পরে দৃশ্যমানতা বাড়বে।

5. উত্তরবঙ্গে শীতের অবস্থা কেমন?
দার্জিলিংসহ সব জেলায় শীত স্থির থাকবে এবং আবহাওয়া শুষ্কই বজায় থাকবে।