পশ্চিমবঙ্গে আয়কর বিভাগ তল্লাশি অভিযান

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ পশ্চিমবঙ্গের এক শীর্ষস্থানীয় কয়লা ব্যবসায়ীর রানীগঞ্জ, আসানসোল, পুরুলিয়া এবং কলকাতার বাড়িতে বৃহস্পতিবার আয়কর বিভাগ তল্লাশি অভিযান চালিয়েছে । বড় আকারের হিসেব বহির্ভূত নগদ টাকা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

তল্লাশি অভিযান চালানোর সময় বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। নথি থেকে জানা গেছে ওই ব্যক্তির সংস্থা ভুয়ো বিনিয়োগ দেখিয়ে ১৫০ কোটি টাকার স্টক এক্সচেঞ্জ নথিভুক্ত নয় এমন ইক্যুইটি শেয়ারের কাগজ কিনেছে এবং বিনিয়োগের ১৪৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।আর্থিক লেনদেনের ক্ষেত্রে গড়মিল পাওয়া গেছে।

এমনকি কয়লা, বালির ব্যবসা,স্পঞ্জ, লোহা ইত্যাদি বিক্রিতেও নগদ লেনদেনে বেশকিছু উদ্বেগজনক নথি উদ্ধার করা হয়েছে। সে গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। কয়লা পরিবহণ ও বিভিন্ন ব্যবসাতেও হিসেবে বর্হিভূত লেনদেনের সন্ধান পাওয়া গেছে।

তল্লাশি অভিযান চালানোর সময় হিসেবে বর্হিভূত ৭.৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে। সূত্র – পিআইবি।