দক্ষিণ আফ্রিকায় থাকা খেলোয়াড়দের ছাড়াই আফগান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই বড় চমক! দক্ষিণ আফ্রিকায় চলা টি-টোয়েন্টি লিগে ব্যস্ত থাকা খেলোয়াড়দের ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করল West Indies cricket team

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন ফাস্ট বোলার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইস। দু’জনই দীর্ঘদিন ইনজুরির কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন।

চলমান এসএ টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার কারণে নিয়মিত অধিনায়ক শাই হোপ এই সিরিজে নেই। একই কারণে রোস্টন চেজ, আকিল হোসেন ও শেরফানে রাদারফোর্ডকেও রাখা হয়নি স্কোয়াডে। হোপের অনুপস্থিতিতে দলের দায়িত্ব দেওয়া হয়েছে ব্র্যান্ডন কিংকে। এর আগেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে তার।

স্কোয়াডে নতুন মুখ কুয়েন্টিন স্যাম্পসন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা আমাজ ওয়ারিয়র্সের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে সুযোগ পেয়েছেন তিনি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রামে থাকা জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের জায়গায় এই পরিবর্তন।

দীর্ঘ চার মাস কাঁধের চোটে মাঠের বাইরে থাকা শামার জোসেফ আবারও বোলিং আক্রমণে ভরসা জোগাবেন। অন্যদিকে, গত বছর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের পর আন্তর্জাতিক ম্যাচ না খেললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় ছিলেন এভিন লুইস। তবে ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি আলজারি জোসেফের।

আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি সিরিজ, যেখানে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও Afghanistan cricket team

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক আথানেজ, কিসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, খারি পিয়েরে, কুয়েন্টিন স্যাম্পসন, জেইডেন সিলস, রামোন সিমন্স ও শামার স্প্রিঙ্গার।

প্রশ্ন ও উত্তর

  1. কেন শাই হোপ স্কোয়াডে নেই?
    দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলার কারণে।

  2. কে দলের অধিনায়ক হবেন?
    এই সিরিজে নেতৃত্ব দেবেন ব্র্যান্ডন কিং।

  3. কারা ইনজুরি কাটিয়ে ফিরেছেন?
    শামার জোসেফ ও এভিন লুইস।

  4. নতুন মুখ কে?
    কুয়েন্টিন স্যাম্পসন প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন।

  5. সিরিজটি কোথায় হবে?
    দুবাইয়ে, ১৯ থেকে ২২ জানুয়ারি।