স্পোর্টস সায়েন্স ডিগ্রিধারীর সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

Published By: Khabar India Online | Published On:

শেষ হয়ে যায়নি লড়াই—এই বার্তাই যেন দিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিশাল ৫৭৫ রানের জবাবে কঠিন পরিস্থিতিতে পড়েও মাউন্ট মঙ্গানুই টেস্টে ম্যাচে টিকে রয়েছে ক্যারিবিয়ান শিবির। তৃতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৮১ রান করে প্রথম ইনিংসে ১৯৪ রানে পিছিয়ে তারা, আর সেই লড়াইয়ের মুখ হয়ে উঠেছেন Kavem Hodge

প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরে এই ম্যাচেই নিজের গুরুত্ব প্রমাণ করলেন হজ। আগের ইনিংসগুলোতে ব্যর্থতার কারণে বাদ পড়লেও প্রত্যাবর্তনের সিরিজেই তিনি হয়ে উঠলেন দলের ভরসা। মন্থর কিন্তু অসম্ভব ধৈর্যের ইনিংস খেলেই তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।

দিনের শুরুতে বিনা উইকেটে ১১০ রান নিয়ে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্রুতই ভাঙে উদ্বোধনী জুটি। জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং আউট হলে চাপ বাড়ে। সেখান থেকেই হাল ধরেন হজ। তেভিন ইমলাচ, আলিক আথানেজ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ তিনটি পঞ্চাশোর্ধ্ব জুটি।

৯০-এর ঘরে কিছুটা নার্ভাস দেখালেও ৯৯ থেকে স্কয়ার লেগে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন হজ। ২২৪ বলে শতক পূর্ণ করা এই ব্যাটার দিন শেষ করেন ২৫৪ বলে ১০৯ রানে অপরাজিত থেকে। তাঁর সঙ্গে অ্যান্ডারসন ফিলিপও শেষদিকে মূল্যবান সময় কাটান।

তবে অনিশ্চয়তা এখনও ঘিরে আছে ওয়েস্ট ইন্ডিজকে। অসুস্থতার কারণে শাই হোপ মাঠে নামতে পারেননি, আর কেমার রোচের চোটও দুশ্চিন্তা বাড়াচ্ছে। সব মিলিয়ে হজের সেঞ্চুরিতে ড্রয়ের সম্ভাবনা জিইয়ে থাকলেও শেষ পর্যন্ত কী হয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

১) কাভেম হজ কত রানে অপরাজিত ছিলেন?
 তিনি ১০৯ রানে অপরাজিত ছিলেন।

২) ওয়েস্ট ইন্ডিজ কত রানে পিছিয়ে আছে?
 প্রথম ইনিংসে তারা ১৯৪ রানে পিছিয়ে।

৩) হজ কত বলে সেঞ্চুরি করেন?
 ২২৪ বলে নিজের শতক পূর্ণ করেন।

৪) এই ম্যাচে ড্রয়ের সম্ভাবনা কেন বাড়ছে?
 দীর্ঘ ইনিংস ও উইকেট হাতে থাকায় ম্যাচ টানতে পারছে ওয়েস্ট ইন্ডিজ।

৫) কোন ভেন্যুতে ম্যাচটি হচ্ছে?
 নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টটি অনুষ্ঠিত হচ্ছে।