গভীর রাত। চারপাশ নিস্তব্ধ। সেই নিস্তব্ধতার মধ্যেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। গভীর ঘুমে থাকা অবস্থায় আচমকা আগুন লেগে মৃত্যু হল একই পরিবারের চারজনের। শোকস্তব্ধ গোটা এলাকা।
এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া-র জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায়। রবিবার গভীর রাতে এজবেস্টারের ছাউনি দেওয়া একটি মাটির বাড়িতে আগুন লাগে। ঘরের ভিতরে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের চার সদস্য গভীর ঘুমে ছিলেন। আগুন লাগার পর বেরিয়ে আসার কোনও সুযোগই পাননি তাঁরা। ঘরের মধ্যেই আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সকলের।
মৃতদের মধ্যে রয়েছেন এক প্রবীণ ও এক নাবালিকা। মৃতরা হলেন দুর্যোধনে দলুই (৭৫), দুধকুমার দলুই (৪২), অর্চনা দলুই (৩৮) ও নবম শ্রেণির ছাত্রী শম্পা দলুই (১৪)।
খবর পেয়ে দমকল বাহিনী ও জয়পুর থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠানো হয়। আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: উলুবেড়িয়ার জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায়।
প্রশ্ন ২: ক’জনের মৃত্যু হয়েছে?
উত্তর: একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
প্রশ্ন ৩: আগুন লাগার সময় পরিবারের সদস্যরা কী করছিলেন?
উত্তর: সবাই গভীর ঘুমে ছিলেন।
প্রশ্ন ৪: দমকল কখন ঘটনাস্থলে পৌঁছায়?
উত্তর: আগুন লাগার খবর পেয়ে দ্রুত দমকল ও পুলিশ পৌঁছায়।
প্রশ্ন ৫: আগুন লাগার কারণ জানা গেছে কি?
উত্তর: এখনও নিশ্চিত কারণ জানা যায়নি, তদন্ত চলছে।

