শীতের ঘ্রাণ বাংলার বাতাসে। কলকাতা থেকে উত্তরবঙ্গ—সব প্রান্তে পারদের পতন যেন শীতের আগমনী বার্তা স্পষ্ট করে দিচ্ছে।
গত কয়েক দিন ধরেই কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি ঘরে আটকে রয়েছে। দক্ষিণবঙ্গের বর্ধমান, কল্যাণী, বাঁকুড়া—সব জায়গাতেই পারদ নামছে ক্রমশ। উত্তরের জেলাগুলিতে ঠান্ডার দাপট আরও বেশি, দার্জিলিঙে নেমেছে প্রায় ৪–৬ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সাত দিন এই শৈত্যময় পরিবেশ বজায় থাকবে।
তবে আপাতত জাঁকিয়ে শীত নামার সম্ভাবনা নেই। যদিও উত্তুরে হাওয়া প্রবাহ অবাধ থাকায় শীতের অনুভূতি বেশ তীব্র হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তের উপস্থিতি রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় একটি পশ্চিমি ঝঞ্ঝাও প্রভাব ফেলছে। শনিবার নতুন করে আরেকটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে।
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে কম। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে ভোরের দিকে। কয়েকটি জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ২০০ মিটারের কাছাকাছি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
এদিকে আবহাওয়া দফতর পরিষ্কার জানিয়েছে, আগামী কয়েক দিন নতুন করে তেমন পারদপতনের সম্ভাবনা নেই। বৃষ্টির আশঙ্কাও নেই রাজ্যে। ফলে শীতের মৃদু কিন্তু স্থায়ী প্রভাবই বজায় থাকবে বাংলা জুড়ে।
1. পশ্চিমবঙ্গে কি আগামী সপ্তাহে বেশি ঠান্ডা পড়বে?
না, পারদ আরও নামার সম্ভাবনা নেই, তবে শীতের আমেজ বজায় থাকবে।
2. কলকাতায় তাপমাত্রা কত রেকর্ড হয়েছে?
আজ সকালে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
3. উত্তরবঙ্গে কোথায় সবচেয়ে কম তাপমাত্রা?
দার্জিলিঙে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
4. রাজ্যে কি বৃষ্টির সম্ভাবনা আছে?
না, আগামী কয়েক দিনে বৃষ্টির পূর্বাভাস নেই।
5. কোথায় কুয়াশার দাপট বেশি দেখা যেতে পারে?
দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উপকূলীয় কিছু এলাকায়।

