নির্বাচন আবহে অমিত শাহের কলকাতা সফর, বাইক মিছিলেই জনসংযোগের চেষ্টা

Published By: Khabar India Online | Published On:

কলকাতা সফর মানেই রাজনৈতিক বার্তা, তবে এ বার ছবিটা হতে চলেছে একেবারেই আলাদা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন কলকাতা সফর ঘিরে অভিনব পরিকল্পনা নিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, বছরের শেষ দু’দিন কলকাতায় সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন অমিত শাহ। কোনও প্রকাশ্য জনসভা না থাকলেও তাঁর কনভয়ের সঙ্গে বিশাল বাইক মিছিল আয়োজন করে শক্তিপ্রদর্শনের ছক কষা হয়েছে। এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি যুব মোর্চাকে।

পরিকল্পনা অনুযায়ী, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির মোট ১০টি সাংগঠনিক জেলা থেকে বাইক মিছিলে অংশ নেবে কর্মীরা। প্রত্যেক জেলাকে প্রায় ৫০০টি বাইকের লক্ষ্য দেওয়া হয়েছে। সব মিলিয়ে চার থেকে পাঁচ হাজার বাইক থাকতে পারে বলে দাবি যুব মোর্চার একাংশের।

বাইক মিছিলের সময় ও রুট এখনও চূড়ান্ত হয়নি। তবে দুটি সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ২৯ ডিসেম্বর রাতে বিমানবন্দর থেকে নিউটাউন পর্যন্ত শাহের কনভয়ের সঙ্গে বাইক মিছিল হতে পারে। আবার ৩০ ডিসেম্বর সকালে নিউটাউন থেকে বিধাননগর সেক্টর ফাইভের বিজেপি দফতর পর্যন্ত এই মিছিল যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

সেক্টর ফাইভ এলাকায় যানজট ও নিরাপত্তা সংক্রান্ত কিছু সীমাবদ্ধতা থাকায়, শেষ অংশে বাইক মিছিল আলাদা পথে সরে যেতে পারে। সব কিছুই নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চূড়ান্ত সফরসূচি আসার উপর।

বিজেপি নেতৃত্বের ব্যাখ্যা, যেহেতু এই সফরে প্রকাশ্য সভা নেই, তাই নির্বাচন মুখে এই বাইক মিছিলের মাধ্যমে জনসংযোগ ও সাংগঠনিক শক্তির বার্তা দিতে চাইছে দল। যদিও এখনও পর্যন্ত বিজেপি বা যুব মোর্চার তরফে আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

প্রশ্ন ও উত্তর 

Q1. অমিত শাহ কবে কলকাতায় আসছেন?
A1. সম্ভাব্যভাবে ২৯ ডিসেম্বর রাতে তিনি কলকাতায় পৌঁছোতে পারেন।

Q2. বাইক মিছিলের মূল উদ্দেশ্য কী?
A2. জনসংযোগ এবং বিজেপির সাংগঠনিক শক্তি প্রদর্শন।

Q3. কতগুলি বাইক এই মিছিলে থাকতে পারে?
A3. আনুমানিক চার থেকে পাঁচ হাজার বাইক অংশ নিতে পারে।

Q4. বাইক মিছিল কোন কোন এলাকা দিয়ে যেতে পারে?
A4. বিমানবন্দর, নিউটাউন, ভিআইপি রোড, উল্টোডাঙা, ইএম বাইপাস হয়ে সেক্টর ফাইভ।

Q5. এই কর্মসূচি কি চূড়ান্ত?
A5. না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত সূচি এলে সিদ্ধান্ত হবে।