১৫ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরেই শচীনের রেকর্ড ভাঙলেন কোহলি

Published By: Khabar India Online | Published On:

১৫ বছর পর ঘরোয়া ক্রিকেটে পা রেখেই ইতিহাস—এমন প্রত্যাবর্তনের গল্প খুব কমই লেখা হয়। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির জার্সিতে নামতেই এক অনন্য কীর্তি গড়ে ফেললেন Virat Kohli। প্রথম ম্যাচেই লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ভেঙে দিলেন কিংবদন্তি Sachin Tendulkar-এর দীর্ঘদিনের রেকর্ড।

বেঙ্গালুরুতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে নিজের ৩৩০তম লিস্ট এ ইনিংসে এই কীর্তি গড়েন কোহলি। যেখানে শচীনকে এই রান করতে লেগেছিল ৩৯১ ইনিংস, সেখানে কোহলি অনেক কম ইনিংসেই পৌঁছে যান ঐতিহাসিক এই সংখ্যায়। ম্যাচে ১০১ বলে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি, যা তাঁর ঘরোয়া প্রত্যাবর্তনকে আরও স্মরণীয় করে তোলে।

লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার দ্রুততম রানের তালিকায় শীর্ষ পাঁচে ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন শুধু শচীন ও কোহলি। এই তালিকায় আরও আছেন গর্ডন গ্রিনিজ, রিকি পন্টিং, গ্রাহাম গুচ ও ভিভ রিচার্ডসের মতো আন্তর্জাতিক কিংবদন্তিরা।

একই দিনে রেকর্ডের আলোয় ছিলেন আরেক ভারতীয় তারকা Rohit Sharma। সাত বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে ৩৮ বছর বয়সে ৬২ বলে সেঞ্চুরি করেন তিনি। শেষ পর্যন্ত ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে ৮ উইকেটের জয়ে পৌঁছে দেন রোহিত।

কোহলি ও রোহিত—দু’জনের ঘরোয়া ক্রিকেটে এই প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: কোহলি কত বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরলেন?
উত্তর: ১৫ বছর পর কোহলি ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করেন।

প্রশ্ন ২: কোন টুর্নামেন্টে এই রেকর্ড গড়েছেন কোহলি?
উত্তর: বিজয় হাজারে ট্রফিতে এই কীর্তি গড়েছেন তিনি।

প্রশ্ন ৩: কোহলি কোন রেকর্ড ভেঙেছেন?
উত্তর: লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের শচীন টেন্ডুলকারের রেকর্ড।

প্রশ্ন ৪: রোহিত শর্মা ম্যাচে কত রান করেন?
উত্তর: রোহিত শর্মা ৯৪ বলে ১৫৫ রান করেন।

প্রশ্ন ৫: রোহিতের ইনিংসটি কেন বিশেষ?
উত্তর: ৩৮ বছর বয়সে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে দ্রুত সেঞ্চুরির নজির গড়েছেন তিনি।