এক মুহূর্তের দেরি, আর তাতেই নিশ্চিত মৃত্যু—ঠিক এমনই এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল রেলস্টেশন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যাচ্ছিলেন এক যুবক। কিন্তু ঠিক সেই সময়েই সিনেমার কায়দায় দৌড়ে এসে তাঁর প্রাণ বাঁচালেন এক স্টেশনমাস্টার।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের পাণ্ডবপুরা রেলস্টেশনে। জানা গেছে, নির্ধারিত সময়ের একটু পরে স্টেশনে পৌঁছান ওই যুবক। ততক্ষণে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়তে শুরু করে। ট্রেন ধরার তাড়ায় দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন তিনি।
কিন্তু উঠতেই পা পিছলে যায়। পড়ে যান প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে। যদিও দরজার হাতল ধরে থাকায় কিছুটা টানাহেঁচড়া করে এগোচ্ছিলেন, তবু মুহূর্তের মধ্যে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ঠিক সেই সময় বিপদ আঁচ করে দৌড়ে আসেন স্টেশনমাস্টার অভিজিৎ সিংহ। এক ঝটকায় যাত্রীকে টেনে প্ল্যাটফর্মে তুলে আনেন তিনি।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি শেয়ার করেছে South Western Railway–এর অফিসিয়াল এক্স হ্যান্ডল। নেটিজেনরা স্টেশনমাস্টারের সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ।
তবে একই সঙ্গে চলন্ত ট্রেনে ওঠার মতো ঝুঁকিপূর্ণ কাজের জন্য ওই যাত্রীর আচরণকেও সমালোচনা করেছেন অনেকেই। অনেকের মতে, এমন ভুলের জন্য কঠোর সতর্কতা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়ানো যায়।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: কর্নাটকের পাণ্ডবপুরা রেলস্টেশনে এই ঘটনাটি ঘটে।
প্রশ্ন ২: যাত্রী কীভাবে বিপদে পড়েছিলেন?
উত্তর: চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যান তিনি।
প্রশ্ন ৩: কে যাত্রীকে উদ্ধার করেন?
উত্তর: স্টেশনমাস্টার অভিজিৎ সিংহ দৌড়ে এসে তাঁকে উদ্ধার করেন।
প্রশ্ন ৪: এই ঘটনার ভিডিও কোথা থেকে প্রকাশিত হয়েছে?
উত্তর: দক্ষিণ-পশ্চিম রেলওয়ের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
প্রশ্ন ৫: নেটিজেনদের প্রতিক্রিয়া কী?
উত্তর: স্টেশনমাস্টারের সাহসিকতার প্রশংসা করেছেন অনেকে, পাশাপাশি যাত্রীর ঝুঁকিপূর্ণ আচরণের সমালোচনাও হয়েছে।

