দীর্ঘ দিন পর ঘরোয়া ক্রিকেটে এমন উত্তেজনা খুব কমই দেখা গিয়েছে। বুধবার থেকে শুরু হতে চলেছে ভারতের ঘরোয়া এক দিনের টুর্নামেন্ট Vijay Hazare Trophy, আর শুরু থেকেই আলোচনার কেন্দ্রে দুই মহাতারকা— Virat Kohli ও Rohit Sharma।
ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশ—জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সেই নির্দেশ মেনেই বিজয় হজারেতে নামছেন একঝাঁক তারকা। কোহলি শেষ বার এই প্রতিযোগিতায় খেলেছিলেন ২০১০ সালে। অর্থাৎ ১৫ বছর পর তাঁকে আবার ঘরোয়া এক দিনের ক্রিকেটে দেখা যাবে। অন্য দিকে, রোহিত খেলছেন সাত বছর পর—শেষ বার ২০১৮ সালে।
বোর্ড কোহলি ও রোহিতকে অন্তত দু’টি ম্যাচ খেলার অনুমতি দিয়েছে। কোন ম্যাচ খেলবেন, সেই সিদ্ধান্ত তাঁদের হাতেই। কোহলি ইতিমধ্যেই দিল্লি দলের সঙ্গে বেঙ্গালুরু পৌঁছেছেন। অন্ধ্রপ্রদেশ ও গুজরাতের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচে তাঁকে দেখা যেতে পারে। রোহিত জানিয়ে দিয়েছেন, মুম্বইয়ের হয়ে সিকিম ও উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচ খেলবেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর এখন শুধুই এক দিনের ক্রিকেটে মনোযোগী রোহিত ও কোহলি। সাম্প্রতিক ফর্মও দুর্দান্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় সেরা হয়েছেন রোহিত, আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় সেরা কোহলি। আইসিসি এক দিনের র্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন এই দুই তারকা।
তবু ২০২৭ বিশ্বকাপে তাঁদের জায়গা এখনও নিশ্চিত নয়। সেই কারণেই বিজয় হজারেতে পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১১ জানুয়ারি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ় শুরুর আগে এই ঘরোয়া ম্যাচগুলিই হবে প্রস্তুতির বড় মঞ্চ।
কোহলির সঙ্গে দিল্লি দলে খেলছেন ঋষভ পন্থ, যাঁকে অধিনায়ক করা হয়েছে। পঞ্জাব দলে রয়েছেন শুভমন গিল, অভিষেক শর্মা ও অর্শদীপ সিংহ। চোট ও ফর্মের সমস্যার পর শুভমন এই টুর্নামেন্টে নিজেকে ফিরে পেতে মরিয়া। পাশাপাশি যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব ও শিবম দুবে জানুয়ারিতে মুম্বইয়ের হয়ে নামবেন।
বুধবার গ্রুপ পর্বের প্রথম দিনে দেশ জুড়ে ১৬টি ম্যাচ হবে। সব ম্যাচই দিনের, সকাল ৯টা থেকে শুরু। কিছু ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: বিরাট কোহলি কত বছর পর বিজয় হজারেতে খেলছেন?
উত্তর: প্রায় ১৫ বছর পর, শেষ বার তিনি খেলেছিলেন ২০১০ সালে।
প্রশ্ন ২: রোহিত শর্মা কয়টি ম্যাচ খেলবেন?
উত্তর: বোর্ডের নির্দেশ অনুযায়ী অন্তত দু’টি ম্যাচ খেলবেন তিনি।
প্রশ্ন ৩: কেন বোর্ড ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে?
উত্তর: জাতীয় দলে জায়গা ধরে রাখতে ও ফিটনেস-ফর্ম যাচাইয়ের জন্য।
প্রশ্ন ৪: বিজয় হজারে ম্যাচ কবে থেকে শুরু?
উত্তর: বুধবার, ২৪ ডিসেম্বর থেকে গ্রুপ পর্ব শুরু হচ্ছে।
প্রশ্ন ৫: কোথায় ম্যাচগুলি দেখা যাবে?
উত্তর: স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে কিছু ম্যাচ সম্প্রচারিত হবে।

