রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু, দেখুন কোন রাস্তায় মিলবে বিকল্প পথ

Published By: Khabar India Online | Published On:

শহরের সকালেই যোগ হচ্ছে নতুন দুশ্চিন্তা—রবিবার পুরো আট ঘণ্টা বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশ জানিয়েছে, ১৪ ডিসেম্বর রবিবার স্টে কেবল, হোল্ডিং-ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের গুরুত্বপূর্ণ কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কোনও যান চলাচল করা যাবে না।

হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC) কর্তৃপক্ষের উদ্যোগে এই মেরামতির কাজ হবে। সেই কারণে ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ নির্দেশ জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

নতুন নির্দেশ অনুযায়ী, এজেসি বোস রোড থেকে পশ্চিমমুখী যানগুলোকে টার্ফ ভিউ–গ্রেড রোড–হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ বা কেপি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

একইভাবে কেপি রোড ও খিদিরপুর দিক থেকে আসা গাড়িগুলোকেও বিকল্প পথে পাঠানো হবে যাতে শহরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখা যায়। প্রয়োজন হলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ আর্টেরিয়াল রোডেও ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে।

কলকাতা ট্রাফিক পুলিশের অনুমান, সেতু বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় গাড়ির চাপ বাড়তে পারে। তাই বিশেষ নজরদারি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

1. কোন কারণে রবিবার বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে?
মেরামতি ও কেবল প্রতিস্থাপনের কাজের জন্য সেতুটি ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

2. কোন তারিখে সেতু বন্ধ থাকবে?
১৪ ডিসেম্বর, রবিবার।

3. সেতু বন্ধের সময় কোন রাস্তাগুলো দিয়ে যান চলাচল হবে?
হেস্টিংস ক্রসিং, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজের রুটে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে।

4. ট্রাফিক চাপ কি বাড়তে পারে?
হ্যাঁ, শহরের বিভিন্ন এলাকায় যানজটের সম্ভাবনা রয়েছে।

5. অতিরিক্ত নজরদারির ব্যবস্থা কি থাকবে?
কলকাতা ট্রাফিক পুলিশ বিশেষ নজরদারি ও অতিরিক্ত মোতায়েন রাখবে।