স্টেশনে ভিডিও তোলা নিষিদ্ধ, জাতীয় নিরাপত্তায় কড়া পদক্ষেপ পূর্ব রেলের

Published By: Khabar India Online | Published On:

স্টেশনে ভিডিও তোলা নিষিদ্ধ, জাতীয় নিরাপত্তায় কড়া পদক্ষেপ পূর্ব রেলের।

হাওড়া, শিয়ালদহ-সহ পূর্ব রেলের আওতাধীন সব গুরুত্বপূর্ণ স্টেশনে এখন থেকে ভিডিও বা ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই কড়া সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রী ও দর্শনার্থীদের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হলেও, অনুমোদিত সংবাদমাধ্যমগুলিকে এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুতর নিরাপত্তা বিষয়ক ঘটনা প্রভাব ফেলেছে। সম্প্রতি হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়, যিনি আইএসআই-র মতো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। তদন্তে জানা যায়, তিনি একাধিকবার পাকিস্তান সফর করেছেন এবং ভারত-পাক সীমান্ত সংলগ্ন কিছু সংবেদনশীল এলাকার ভিডিও তুলে সেগুলি ক্লাউড স্টোরেজে সংরক্ষণ করেছিলেন। তার মধ্যে কলকাতার শিয়ালদহ স্টেশন ও দক্ষিণেশ্বর মন্দিরে তোলা ভিডিওও ছিল বলে সন্দেহ।

এই ঘটনার পরই রেলমন্ত্রক থেকে নির্দেশ আসে, দেশের কোনও স্টেশন বা ট্রেনের চত্বরে সাধারণ মানুষের ভিডিওগ্রাফি বা ফোটোগ্রাফি নিষিদ্ধ। নির্দেশ ভাঙলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে, এমনকি গ্রেফতারির সম্ভাবনাও রয়েছে।
শিয়ালদহ, হাওড়া, দুর্গাপুর, আসানসোল-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরার সংখ্যা ও কর্মদক্ষতা, পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাকর্মী। যাত্রীদের সচেতন করতে স্টেশনজুড়ে পোস্টার লাগানো হয়েছে এবং নিয়মিত ঘোষণা করা হচ্ছে।

জাতীয় নিরাপত্তার প্রয়োজনে নেওয়া এই সিদ্ধান্তে যাত্রীরা চমকে গেলেও, রেল কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তার প্রশ্নে কোনওরকম ঝুঁকি নেওয়া হবে না।