জানুয়ারিতেই হাওড়া-গুয়াহাটি রুটে প্রথম বন্দে ভারত স্লিপার, ভাড়া কত জানাল রেল

Published By: Khabar India Online | Published On:

এবার নতুন গতিতে ছুটবে ভারতীয় রেল—জানুয়ারি মাসেই পশ্চিমবঙ্গ পাচ্ছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত এই আধুনিক ট্রেন চালুর কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী Ashwini Vaishnaw

নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী জানান, আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য উদ্বোধনের দিন ১৮ বা ১৯ জানুয়ারি। এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Narendra Modi

ভাড়ার কাঠামোও স্পষ্ট করেছেন বৈষ্ণব। থার্ড এসি-র ভাড়া ২৩০০ টাকা, সেকেন্ড এসি-র ভাড়া ৩০০০ টাকা এবং ফার্স্ট এসি-র ভাড়া ৩৬০০ টাকা। মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখেই এই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনে থাকবে ১১টি এসি থ্রি টায়ার, চারটি এসি টু টায়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কামরা। ট্রেনটি পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ ও জলপাইগুড়ি জেলার উপর দিয়ে যাবে। অসমে এটি কামরূপ মেট্রোপলিটন ও বঙ্গাইগাঁও জেলা স্পর্শ করবে।

বন্দে ভারত স্লিপার মূলত রাতের যাত্রার জন্য তৈরি। তাই এতে চেয়ার কার থাকছে না। সেমি হাইস্পিড এই ট্রেন ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। যাত্রী সুরক্ষার জন্য থাকছে সিসি ক্যামেরা, কবচ সুরক্ষা ব্যবস্থা, বায়ো টয়লেট এবং আধুনিক সব সুযোগ-সুবিধা। বিমানযাত্রার তুলনায় কম খরচে দ্রুত গন্তব্যে পৌঁছনোর বিকল্প হিসেবেই এই ট্রেনকে তুলে ধরেছে Indian Railways

চলতি বছরের প্রথমার্ধে পশ্চিমবঙ্গ ও অসমে বিধানসভা নির্বাচনের আগেই এই রুটে বন্দে ভারত স্লিপার চালুর সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রশ্ন ও উত্তর

  1. বন্দে ভারত স্লিপার ট্রেন কবে চালু হবে?
    আগামী ১৫–২০ দিনের মধ্যে, সম্ভাব্য তারিখ ১৮ বা ১৯ জানুয়ারি।

  2. হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপারের ভাড়া কত?
    থার্ড এসি ২৩০০ টাকা, সেকেন্ড এসি ৩০০০ টাকা, ফার্স্ট এসি ৩৬০০ টাকা।

  3. এই ট্রেন কোন কোন জেলার উপর দিয়ে যাবে?
    পশ্চিমবঙ্গের হাওড়া থেকে জলপাইগুড়ি এবং অসমের কামরূপ মেট্রোপলিটন ও বঙ্গাইগাঁও।

  4. বন্দে ভারত স্লিপারে কি চেয়ার কার থাকবে?
    না, এটি রাতের যাত্রার জন্য হওয়ায় চেয়ার কার রাখা হচ্ছে না।

  5. এই ট্রেনের সর্বোচ্চ গতি কত?
    প্রায় ঘণ্টায় ১৬০ কিলোমিটার।