ব্যাটে ঝড় তুলে এবার দেশের সম্মান, বৈভবের স্বপ্নপূরণ

Published By: Khabar India Online | Published On:

মাঠে নামলেই যেন রেকর্ড ভাঙা তার অভ্যাস। আর এবার সেই দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি এল দেশের সর্বোচ্চ সম্মানের হাত ধরে। বিহারের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর মুকুটে জুড়ল এক অনন্য পালক—প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার।

মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে বৈভব। আইপিএল থেকে শুরু করে ভারতের অনূর্ধ্ব ১৯ দল এবং রাজ্য দল বিহারের হয়ে ব্যাট হাতে একের পর এক নজির গড়েছে সে। অনেকেই তার মধ্যে ভবিষ্যতের তারকা, এমনকি তরুণ শচীন তেণ্ডুলকরের ছায়া দেখতে পাচ্ছেন।

শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই সম্মান গ্রহণ করেছে বৈভব। পাঁচ থেকে ১৮ বছর বয়সিদের জন্য এটি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান। খেলার মাঠে ধারাবাহিক সাফল্য এবং অসাধারণ পারফরম্যান্সের কারণেই এই পুরস্কারে ভূষিত হয়েছে সে। খুব শিগগিরই তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

যুব এশিয়া কাপে সেঞ্চুরি করেও ফাইনালে ভারত ট্রফি জিততে পারেনি। তবে দেশে ফিরে বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলতে নেমেই মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়ে বৈভব। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম শতরান, পাশাপাশি বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্বও তার ঝুলিতে।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণের জন্য শুক্রবার বিজয় হাজারে ট্রফির ম্যাচে নামতে পারেনি বৈভব। সামনে রয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা সেই মেগা মঞ্চে ট্রফি জিতে নিজের খরা কাটাতে মরিয়া বিহারের এই কিশোর। রাষ্ট্রীয় সম্মান তার আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রশ্ন ও উত্তর 

Q1. বৈভব সূর্যবংশী কোন পুরস্কার পেয়েছে?
A1. সে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেয়েছে।

Q2. এই পুরস্কার কাদের জন্য দেওয়া হয়?
A2. পাঁচ থেকে ১৮ বছর বয়সিদের জন্য এটি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান।

Q3. বৈভব কোন রাজ্যের হয়ে খেলে?
A3. সে বিহার রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে।

Q4. বৈভবের উল্লেখযোগ্য রেকর্ড কী?
A4. প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরি করার নজির গড়েছে সে।

Q5. বৈভবের পরবর্তী বড় টুর্নামেন্ট কোনটি?
A5. অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ, যা ১৫ জানুয়ারি থেকে শুরু হবে।