ইরানের পথে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় নৌবহর, ট্রাম্পের বার্তায় নতুন উত্তেজনা

Published By: Khabar India Online | Published On:

মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনাচ্ছে উত্তেজনার মেঘ। ইরানের দিকে যুক্তরাষ্ট্র আরও একটি নৌবহর পাঠাচ্ছে—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। এর ফলে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এর আগেই মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে USS Abraham Lincoln ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো। বুধবার দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, “এই মুহূর্তে আরেকটি সুন্দর নৌবহর ইরানের দিকে ভেসে যাচ্ছে। আমি আশা করি তারা আমাদের সঙ্গে চুক্তি করবে।”

সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া আগের সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছিলেন, ভেনেজুয়েলার চেয়েও বড় একটি নৌবহর ইতিমধ্যে ইরানের কাছাকাছি অবস্থান করছে। এবার তিনি জানালেন, সেটির পাশাপাশি দ্বিতীয় নৌবহরও যাত্রা শুরু করেছে।

ইরানের দিকে আসার আগে এই রণতরীগুলো ভেনেজুয়েলার কাছে মোতায়েন ছিল বলে জানান ট্রাম্প। কয়েক মাস সেখানে অবস্থানের পর গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আনার ঘটনার পরই নৌবহরটি মধ্যপ্রাচ্যের দিকে রওনা দেয় বলে দাবি করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরান নাকি একাধিকবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং আলোচনায় বসতে আগ্রহী। তবে দ্বিতীয় কোন নৌবহরটি ইরানের দিকে যাচ্ছে—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।