Urfi Javed: বেহাল অবস্থা ফুলে গেছে, সর্বনাশ উরফি জাভেদের!
বিভিন্ন রকমের নানান জিনিস দিয়ে গায়ে চাপিয়ে অদ্ভুত পোশাক পরে ক্যামেরার সামনে হাজির হন তিনি হলেন উরফি জাভেদ। আবার খুব সহজে সকলের সামনে চলে আসেন।
আবার প্রায় নগ্ন অবস্থায়, আবার কখনো অর্ধনগ্ন অবস্থায় তিনি ক্যামেরার সামনে হাজির হতে একটু দ্বিধাবোধ করেন না। সেই নিয়ে নানাভাবে নেতিবাচক মন্তব্য উরফির দিকে আসে। উরফি এই ধরনের মন্তব্যকে খুব একটা পাত্তাই দেন নি। তিনি ভীষণ স্বাধীনচেতা একজন মানুষ, তিনি যা ভাবেন তাই করে বসেন।
বাড়িতে তিনি প্রায় কিছুই পরেন না। কিছুদিন আগেই দেখা গেল গিয়েছিলো, উরফি চায়ের পাতার টিব্যাগ দিয়ে জামা পড়েছিলেন। চা খেতে খেতে হঠাৎ মনে হয়েছে সেটি ব্যাকে পোশাকের জন্য কাজে লাগাবেন, যেমন ভাবা সেই রকম কাজ। আবার সেইটা পোশাক করে পড়েছিলেন।
এই রকম অনেক ভাবে তিনি পোশাক পড়েছেন।
সাইকেল চালাতে চালাতে যখন সাইকেলের চেইন পড়ে যায়, সেই চেন দিয়ে পোশাক বানিয়ে গায়ে দিয়েছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে পোশাক পড়েছেন।
এবার সম্প্রতি উরফির অন্যরূপ দেখা গিয়েছেঃ
সম্প্রতি উরফিকে দেখা গিয়েছে, ভয়ঙ্কর অবস্থাতে। এদিকে তাঁর ভক্তরা অপেক্ষা করে থাকেন, আবার তিনি কি পোশাক পড়েছেন। এবার কিন্তু কোন পোশাক নয়, নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে তিনি নিজের মুখের একটা ভয়ঙ্কর ছবি পোস্ট করেছেন। চিন্তা করছেন কি ছবি?
কি করে হল এই অবস্থা উরফির?
ছবিতে দেখা যাচ্ছে, উরফির চোখ এবং মুখ ফুলে গিয়েছে। কেন এমনটা হলো? সেটাই ফ্যানেরা বুঝতে পারছে না, অনেকেই বলেছেন এটা নাকি এডিট করা। তাহলে আসল সত্যিটা কি? উরফি কিন্তু কোন ভাবেই কোন ফিলার্স ব্যবহার করেননি, ফটো পোস্ট করে তিনি লিখেছেন তার অ্যালার্জি হয়েছে। যতদিন যাচ্ছে, এই সমস্যাটা ক্রমশ বাড়ছে।
View this post on Instagram

