Urfi Javed: ধার করে পোশাক পরতে হতো, চমকে যাবেন উর্ফির অতীত শুনলে

Published By: Khabar India Online | Published On:

 উরফি জাভেদকে চেনে না এমন মানুষ খুবই কম আছেন। হাতে মোবাইল ও ইন্টারনেট আছে, তারা প্রত্যেকে  উরফিকে দেখেছেন মুঠো ফোনে স্ক্রিনে।

অত্যাধুনিক পোশাক ও মেক আপের জন্য তিনি জনপ্রিয়।

 বড় ব্যাপার হল, উরফি’র সাহস। যেমন ইচ্ছা ড্রেসে সেজে তিনি মুম্বাইয়ের রাস্তায় ঘোরেন, এয়ারপোর্ট চলে যান, কখনো কোনো রেস্তোরাঁর কাছে। পাপ্রজ্জিতদের সাহায্যে লাইম লাইটে এসেছেন তিনি।

 বিগ বস ওটিটি তাকে বড় ব্রেক দেয়। সেখানেও তিনি বেশি দিন থাকতে পারেননি। মাত্র এক সপ্তাহ পর ঘর ছাড়া হন, ইনকাম কিছু হয়নি বললেই চলে। এখন উরফি দামী গাড়ি চড়ছেন, ব্র্যান্ডেড কোম্পানির মেক আপ নিচ্ছেন, ফটোশ্যুট করাচ্ছেন, এখন তার হাতে অর্থ এলেও একটা সময় অর্থহীন জীবন ছিল।

প্রায় বছর ৮ আগের কথা। এই মডেল তথা অভিনেত্রীর হাত একেবারে শূন্য। দেনায় জর্জরিত। সেই সময় অনেকে কটূক্তি করেন, নিজের সম্পর্কে ভাল-ভাল কথা বলানোর জন্য উরফিকে নাকি পয়সা দিয়ে ঘুষ দিতেন সংবাদমাধ্যমকে। এই প্রসঙ্গে তিনি অবশ্য বলেন যে, তাঁর নিজের কাছেই কোনও অর্থ ছিল না, অন্যদের কি ভাবে দেবেন?