বড়দিনে যুদ্ধের ছায়া: জেলেনস্কির ভাষণে পুতিনকে ঘিরে তীব্র বার্তা

Published By: Khabar India Online | Published On:

বড়দিনের শুভেচ্ছা বার্তায় এমন এক মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। সরাসরি নাম না নিলেও, ইঙ্গিতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর মৃত্যু কামনা করেন।

নিজ দেশের নাগরিকদের উদ্দেশে দেওয়া বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের ওপর চরম দুর্ভোগ নামিয়ে আনলেও সবচেয়ে মূল্যবান বিষয়টি তারা কেড়ে নিতে পারেনি। সেটি হলো ইউক্রেনীয়দের মন, পারস্পরিক বিশ্বাস এবং জাতীয় ঐক্য। তার ভাষায়, “আজ আমরা সবাই একটি স্বপ্নই দেখি—তার ধ্বংস হোক।”

বড়দিনের ঠিক আগে ইউক্রেন-এর বিভিন্ন এলাকায় রাশিয়া ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায়। এতে অন্তত তিনজন নিহত হন এবং বহু অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্রিসমাসের আগের সন্ধ্যায় এই হামলাকে অমানবিক বলে উল্লেখ করেন জেলেনস্কি।

তিনি বলেন, রাশিয়া শত শত ড্রোন, ব্যালিস্টিক ও কিনঝাল মিসাইল ব্যবহার করে হামলা চালিয়েছে। তার কড়া মন্তব্য, “ধর্মহীনরা এভাবেই আঘাত হানে।” এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি রাশিয়ার সামরিক কৌশলের নিন্দা জানান।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ অঞ্চল রাশিয়ার দখলে রয়েছে।

 প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: বড়দিনের বার্তায় জেলেনস্কি কী বলেছেন?
উত্তর: তিনি ইঙ্গিতে পুতিনের মৃত্যু বা পতন কামনা করে ইউক্রেনীয়দের ঐক্যের কথা তুলে ধরেছেন।

প্রশ্ন ২: জেলেনস্কি কি সরাসরি পুতিনের নাম উল্লেখ করেছেন?
উত্তর: না, তিনি সরাসরি নাম না নিয়ে ইঙ্গিতের মাধ্যমে মন্তব্য করেন।

প্রশ্ন ৩: বড়দিনের আগে কী ধরনের হামলা হয়েছে?
উত্তর: রাশিয়া মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে, যাতে প্রাণহানি ও বিদ্যুৎ বিভ্রাট ঘটে।

প্রশ্ন ৪: যুদ্ধ কবে শুরু হয়?
উত্তর: ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করে।

প্রশ্ন ৫: বর্তমানে ইউক্রেনের কত অংশ রাশিয়ার দখলে?
উত্তর: প্রায় ২০ শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।