প্রেস সেক্রেটারির ‘সুন্দর মুখ–ঠোঁট’ নিয়ে ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

Published By: Khabar India Online | Published On:

এক মুহূর্তে রাজনৈতিক ভাষণ থেমে গিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলো এক ব্যক্তিগত মন্তব্য—ট্রাম্পের সাম্প্রতিক সমাবেশে এমনটাই ঘটেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে নিয়ে তার মন্তব্য এখন মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

পেনসিলভানিয়ার সেই সমাবেশে অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপনের মাঝেই হঠাৎ ২৮ বছর বয়সি লেভিটের সৌন্দর্য, আত্মবিশ্বাস ও উপস্থিতি নিয়ে সরব হয়ে ওঠেন ট্রাম্প। তিনি প্রশ্ন রেখে বলেন, “ক্যারোলিন কি দারুণ নয়?”—এতেই উচ্ছ্বসিত হয়ে ওঠে জনতা।

তারপরই লেভিটের ‘সুন্দর মুখ’ ও ‘ঠোঁট’ নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, সেগুলো যেন “একটা ছোট মেশিনগানের মতো থামতে চায় না।” তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়, বিশেষ করে বয়সের বিশাল ব্যবধান নিয়েও প্রশ্ন উঠেছে নানা মহলে।

ট্রাম্প আরও বলেন, লেভিটের ভয় নেই, কারণ তাদের নীতি স্পষ্ট—নারীদের খেলায় পুরুষদের প্রবেশ নিষেধ, জেন্ডার ইস্যুতে কঠোর অবস্থান এবং খোলা সীমান্তের বিপক্ষে অবস্থান। তার দাবি, এই কারণেই প্রেস সেক্রেটারির কাজ তুলনামূলক সহজ।

অগাস্টে দেওয়া এক সাক্ষাৎকারেও লেভিটের ঠোঁটকে মেশিনগানের সাথে তুলনা করেছিলেন তিনি—যা আবারো স্মরণ করিয়ে দেন সমাবেশে। ট্রাম্প বলেন, “আমার চেয়ে ভালো প্রেস সেক্রেটারি কখনো কারও হয়নি।”

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি ছিলেন লেভিট। ৬০ বছর বয়সি রিয়েল এস্টেট ডেভেলপার নিকোলাস রিচিও তার স্বামী; তাদের ছেলে নিকোও আলোচনায় আসে ট্রাম্পের মন্তব্য প্রসঙ্গে।

১. ট্রাম্প কোন সমাবেশে লেভিটকে নিয়ে মন্তব্য করেন?
পেনসিলভানিয়ায় অনুষ্ঠিত সাম্প্রতিক এক রাজনৈতিক সমাবেশে তিনি মন্তব্য করেন।

২. কোন মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে?
লেভিটের ঠোঁটকে “মেশিনগানের মতো” বলে তুলনা করায় তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

৩. লেভিটের বয়স কত?
তিনি বর্তমানে ২৮ বছর বয়সী।

৪. এর আগেও কি লেভিটকে নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প?
হ্যাঁ, আগের বছর এক সাক্ষাৎকারেও তিনি লেভিটের ঠোঁট সম্পর্কে একই ধরনের মন্তব্য করেছিলেন।

৫. লেভিট ট্রাম্প প্রশাসনে কোন পদে কাজ করেছিলেন?
তিনি ২০১৯–২০২১ সালে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।