Horoscope: আজ ৩০শে আগস্ট, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ৩০শে আগস্ট (১৩ই ভাদ্র) রাশিফল।

মেষঃ আজ কারোর কাছে প্রতারিত হতে পারেন। সম্মানহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। দেখে শুনে কাজ করুন। একটু সাবধানে থাকুন।

বৃষঃ  নতুন চাকরির ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন।  ভালো করে কাজ কর্ম করুন। নতুন কাজে সাফল্য আসতে পারে।

মিথুনঃ আজ আপনার জন্য আনন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে।  বিয়ের সমন্ধ আসতে পারে। ভালোই কাটবে দিনটি ।

কর্কটঃ আজ কোনো কারণে শরীর খারাপ হতে পারে। নিজের প্রতি যত্নশীল হন। ভালো করে  চিকিৎসা করান। দিনটি খুব একটা ভালো যাবে না।

সিংহঃ আজ দিনটি বেশ সুখকর।  প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে।

কন্যাঃ  ব্যবসায় বিনিয়োগে লাভ হতে পারে।   ব্যবসায় পুঁজি বিনিয়োগে লাভের মূলধন উঠে আসবে। দিনটি বেশ ভালোই।

তুলাঃ আজ অফিসে কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ ভালোই।

বৃশ্চিকঃ  নতুন কাজ করার জন্য আজ দিনটি  বেশ শুভ। বন্ধুরা নতুন কাজে উৎসাহ প্রদান করতে পারেন।  অফিসের নতুন নতুন কাজ করুন। দিনটি বেশ ভালোই লাগবে।

ধনুঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে।  ভালো কাজের জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে কাজ করুন । আজ আর্থিক যোগ আছে ।

মকরঃ  বাড়িতে আজ অতিথি সমাগমের যোগ রয়েছে।  বোন বা ভাইয়ের সঙ্গে আজ আপনার দারুন সম্পর্ক গড়ে উঠবে।  সারাদিন আনন্দে উৎফুল্ল কাটবে।

কুম্ভঃ আপনি অন্যমনস্ক হয়ে পড়লে কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।  অমনোযোগী হবেন না, প্রয়োজনে ধ্যান করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

মীনঃ আজ  দীর্ঘদিনের কোনো মনস্কামনা পূর্ণ হতে পারে। পূজা অর্চনা কিংবা পারিবারিক অনুষ্ঠানের জন্য দিনটি বিশেষ শুভ।  ভালো করে পূজার কাজ করুন।