Horoscope: আজ ১৩ই আগস্ট, রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ  আজ ১৩ই আগস্ট (২৭ শে শ্রাবণ) শুক্রবার রাশিফল।

মেষঃ আজ হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো বড় ক্ষতি হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

বৃষঃ  আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। তেল মশলার খাবার বর্জন করুন।

মিথুনঃ আজ কাছের কোনো বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। ভেঙে পড়বেননা। মন শান্ত রাখুন। নিজের কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

কর্কটঃ আজ আপনার বেশ সুখকর হবে। দীর্ঘদিন অসুস্থ থাকলে আজ সুস্থ হয়ে উঠতে পারেন। আজ চিকিৎসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নিজের প্রতি যত্নশীল হন।

সিংহঃ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেন না। মাথা ঠান্ডা রাখুন।

কন্যাঃ আজ আপনি হৃদরোগে কষ্ট পেতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। তেল মশলাযুক্ত খাবার কম খান। প্রতিদিন একবার করে হাঁটতে বেরোন।

তুলাঃ আজ আপনার দিনটি বেশ শুভ। অফিসের কাজে প্রমোশন হতে পারে। কাজের জন্য বিপুল অর্থ লাভ হতে পারে। দেখে শুনে কাজ করুন। ব্যবসার কাজে সাফল্য আসতে পারে।

বৃশ্চিকঃ আজ আপনি পশুপালনে ব্যস্ত হয়ে পড়তে পারেন। পশুপালনে আর্থিক লাভ হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। পশুদের প্রতি যত্নশীল হন। দিনড়ি বেশ ভালোই কাটবে।

ধনুঃ আজ ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালোই কাটবে ।

মকরঃ আজ বেশ অস্থিরতায় ভুগতে পারেন। কোনো কারণে আজ চঞ্চলতা বেড়ে যাবে। মাথা ঠান্ডা ও মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কুম্ভঃ চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। আয় বৃদ্ধি হতে পারে। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

মীনঃ আজ আপনি নতুন ব্যবসায় সাফল্য পেতে পারেন। নতুন পার্ট টাইম চাকরি চাকরি স্থায়ী হয়ে যেতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।