দলবিরোধী মন্তব্যে তৃণমূলের কঠোর সিদ্ধান্ত, হুমায়ুন কবীরের সাসপেনশন ঘিরে তোলপাড়

Published By: Khabar India Online | Published On:

রাজনৈতিক অন্দরে ঝড় তুলল আরেক বিতর্ক। ফের সাসপেন্ড করা হল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে, আর তাতেই তোলপাড় মুর্শিদাবাদ সহ গোটা রাজ্য রাজনীতি।

তৃণমূল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বিতর্কিত মন্তব্য ও দলবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়েন হুমায়ুন। তাঁকে লিখিতভাবে তিনবার সতর্ক করা সত্ত্বেও আচরণে পরিবর্তন না হওয়ায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুর্শিদাবাদ সফরের মধ্যেই দল তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানায়।

কলকাতায় সাংবাদিক বৈঠক ডেকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। দলনেতৃত্বের মতে, বাবরি মসজিদ তৈরি নিয়ে বেলডাঙায় তাঁর মন্তব্য—দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল।

গত বুধবার বহরমপুরে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করেননি। অন্যদিকে, হুমায়ুন কবীর জানিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর সভাতে উপস্থিত থাকবেন। কিন্তু সভা শুরুর আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয় দল থেকে।

এর আগেও, ২০১৫ সালে দলবিরোধী মন্তব্যের জন্য তাঁকে ছয় বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল। পরে কংগ্রেস ও বিজেপিতে যোগ দিলেও ২০২১ সালে তৃণমূলে ফিরে আসেন তিনি।

দলীয় সিদ্ধান্তের পর হুমায়ুন জানান, সংবাদমাধ্যম থেকেই সাসপেনশনের খবর পেয়েছেন। এরপর তিনি ঘোষণা করেন, তাঁর নতুন রাজনৈতিক দল আগামী ২২ ডিসেম্বর আত্মপ্রকাশ করবে এবং ১৩৫টি আসনে লড়াই করবে। পাশাপাশি তিনি দাবি করেছেন, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ অবশ্যই হবে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এলেও তাঁকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। সাসপেনশনের কারণ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান—“যাঁরা সাসপেন্ড করেছেন, তাঁরাই উত্তর দেবেন।”

হুমায়ুন আরও অভিযোগ করেন, “ফিরহাদ হাকিমকে আমি নেতা মানি না। আমার নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি।

১. কেন সাসপেন্ড করা হল হুমায়ুন কবীরকে?
দলবিরোধী মন্তব্য ও বিতর্কিত বক্তব্যের কারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

২. বাবরি মসজিদ ইস্যুতে তাঁর অবস্থান কী?
তিনি দাবি করেছেন, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ তিনি করেই দেখাবেন।

৩. সাসপেনশনের খবর কীভাবে জানলেন হুমায়ুন?
তিনি জানান, সংবাদমাধ্যম থেকেই প্রথম খবর পান।

৪. নতুন দল কি গঠন করতে চলেছেন তিনি?
হ্যাঁ, ২২ ডিসেম্বর নতুন দলের আত্মপ্রকাশ হবে বলে তিনি ঘোষণা করেছেন।

৫. আগামী নির্বাচনে কত আসনে লড়াইয়ের পরিকল্পনা করেছেন?
১৩৫টি আসনে লড়াইয়ের দাবি করেছেন তিনি।