‘থ্রি ইডিয়টস’ ফিরছে ১৫ বছর পর, শুরু হচ্ছে সিক্যুয়েলের শুটিং

Published By: Khabar India Online | Published On:

অপেক্ষার পর্দা আবার উঠতে চলেছে বলিউডের ইতিহাস গড়া এক সিনেমাকে ঘিরে। দর্শকের মনে গেঁথে থাকা ‘থ্রি ইডিয়টস’ এবার ফিরছে নতুন রূপে, নতুন গল্পে, নতুন চমকে।

২০০৯ সালের ব্লকবাস্টার ছবিটির সিক্যুয়েল নিয়ে ইতিমধ্যেই শোরগোল চারদিকে। জানা গেছে, দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২০২৬ সালের মাঝামাঝি থেকেই শুরু হবে শুটিং। এবারও পর্দায় থাকছেন আমির খান ও কারিনা কাপুরের জনপ্রিয় জুটি। পাশাপাশি রাজু ও ফারহানের চরিত্রে ফিরছেন শারমান জোশি ও আর মাধবন।

১৫ বছর আগে যেখানে থেমেছিল গল্প, সেখান থেকে কি শুরু হবে নতুন যাত্রা? পিয়া আর র‍্যাঞ্চোর সম্পর্কের পরবর্তী অধ্যায় কি এবার সামনে আসবে? নির্মাতা রাজকুমার হিরানি সরাসরি উত্তর না দিলেও ইঙ্গিত দিয়েছেন বড় চমকের। জানা গেছে, নতুন কাহিনিতে র‍্যাঞ্চো, রাজু ও ফারহানকে দেখা যাবে এক নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি দাঁড়াতে।

এই সিক্যুয়েলকে পূর্ণ গুরুত্ব দিতে আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজ আপাতত স্থগিত রেখেছেন রাজকুমার হিরানি। ফলে বোঝাই যাচ্ছে, দর্শকদের জন্য বিশেষ কিছু নিয়েই ফিরছে ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় অধ্যায়।

১. ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েলের শুটিং কবে শুরু হবে?
২০২৬ সালের মাঝামাঝি শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে।

২. সিক্যুয়েলে কোন কোন অভিনেতা ফিরছেন?
আমির খান, কারিনা কাপুর, শারমান জোশি ও আর মাধবন ফিরছেন তাঁদের আগের চরিত্রে।

৩. সিক্যুয়েলের গল্প কি আগের সিনেমার শেষ থেকে শুরু?
স্পষ্ট না হলেও নির্মাতার ইঙ্গিত—গল্পে থাকবে বড় চমক।

৪. রাজকুমার হিরানি কি অন্য কাজ স্থগিত করেছেন এই ছবির জন্য?
হ্যাঁ, আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিক আপাতত বন্ধ রাখা হয়েছে।

৫. সিক্যুয়েলে নতুন কী দেখা যাবে?
র‍্যাঞ্চো, রাজু ও ফারহানকে দেখা যাবে নতুন অ্যাডভেঞ্চার ও চ্যালেঞ্জের মুখোমুখি।