শান্ত হল নদীর জল
লোপামুদ্রা কুন্ডু
তোমার দীর্ঘায়ু কামনায় কত প্রদীপ যে তারা হল,
শান্ত হল নদীর জল।
বৃষ্টি থেমে গেলে ককিয়ে ককিয়ে পার হল কটি জলাব্যাঙ-
তারা কী সাথী খুঁজে পেল?
নাকি, হৃদয় ভাঙার মত দুরন্ত সব অভিধান
অনায়াসেই পেরিয়ে যায়,
নাকি, পাহাড় থেকে সহজেই প্রেমিক হলে তাকে
গড়িয়ে গড়িয়ে ফেলে দেওয়া যায়!
নাকি, ভালোবাসাতে বাসতে কতবার মনজোনাকের মত দুর্বোধ্য সন্ধ্যায় ধূপ হল নীল চাঁদ।
পৃথিবী থেকে ভালোবাসা নামক মিহি গুঁড়োকাঁচ শিখেছে যারা
শিখিচূড়া হয়ত তাদের হাতের মুঠোয়,
মোলায়েম__খাদের ধারে ধারে নতুন শহর
সারা গা ধুলো কাদাময়
আমার ঈশ্বর ওভাবেই দিনমান ভষ্ম মেখে বসে থাকেন।
আমি মাথা নুইয়ে স্পষ্ট দেখি তাকে,
তিনিও ক্ষতবিক্ষত এই আমাকেই তাকিয়ে তাকিয়ে দেখেন…।

