শেষবার রূপালি পর্দায় দেখা যাবে—এই আশাতেই মুখিয়ে ছিলেন ভক্তরা। কিন্তু সেই আবেগের মাঝেই হঠাৎ আইনি জটিলতায় আটকে গেল দক্ষিণী সুপারস্টার Vijay Thalapathy-র শেষ সিনেমা ‘জন নয়গণ’। সেন্সর বোর্ডের আপত্তি এবং আদালতের রায়ে আপাতত মুক্তির পথ বন্ধ হয়ে গেছে ছবিটির।
রাজনীতিতে স্থায়ীভাবে পা রাখার আগে এই ছবিকেই নিজের শেষ পর্দা হিসেবে বেছে নিয়েছিলেন বিজয়। তাই স্বাভাবিকভাবেই ছবিটির মুক্তি নিয়ে ভক্তদের আবেগ ছিল তুঙ্গে। গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (CBFC) ছাড়পত্র না মেলায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
প্রযোজক পক্ষ মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করলে আদালত দ্রুত ‘ইউএ-১৬’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু সেই স্বস্তি বেশিদিন টেকেনি। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সেন্সর বোর্ডকে পর্যাপ্ত সময় না দিয়েই সেই নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে সিঙ্গল বেঞ্চের রায় বাতিল হয়।
এই পরিস্থিতিতে CBFC-র সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। মুক্তির আগেই যেখানে প্রায় ১ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, সেখানে এই আইনি ধাক্কা প্রযোজকদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা—বিজয়ের রাজনৈতিক যাত্রার কারণেই কি সিনেমাটি বিতর্কে জড়াল? ছবির সম্ভাব্য রাজনৈতিক বার্তাই কি কারও অস্বস্তির কারণ? আপাতত মামলাটি ফের সিঙ্গল বেঞ্চে শুনানির অপেক্ষায়। বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা আদৌ আলোর মুখ দেখবে কি না, সেটাই এখন লাখো ভক্তের বড় প্রশ্ন।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: বিজয় থালাপতির শেষ সিনেমার নাম কী?
উত্তর: সিনেমাটির নাম ‘জন নয়গণ’।
প্রশ্ন ২: কেন সিনেমাটি মুক্তি পাচ্ছে না?
উত্তর: সেন্সর বোর্ডের ছাড়পত্র সংক্রান্ত আইনি জটিলতার কারণে।
প্রশ্ন ৩: কোন আদালতে মামলাটি চলছে?
উত্তর: মাদ্রাজ হাইকোর্টে মামলাটির শুনানি চলছে।
প্রশ্ন ৪: সিনেমাটি কি রাজনীতির সঙ্গে যুক্ত?
উত্তর: ছবির সম্ভাব্য রাজনৈতিক বার্তা নিয়ে জল্পনা থাকলেও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
প্রশ্ন ৫: কবে মুক্তি পেতে পারে সিনেমাটি?
উত্তর: আদালতের চূড়ান্ত রায় ও সেন্সর বোর্ডের সিদ্ধান্তের উপরই মুক্তি নির্ভর করছে।

