হঠাৎ বদলে যাওয়া এক নীরবতা কখনও কখনও হাজার কথার ইঙ্গিত দেয়। ঠিক তেমনই, সাম্প্রতিক দিনে বলিউডে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে Tara Sutaria ও Veer Pahariya-র সম্পর্ক।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, দুজনের সম্পর্কে নাকি টানাপড়েন চলছে। সেই জল্পনা আরও জোরালো হয় বীর পাহাড়িয়ার এক রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্টের পর। সেখানে তিনি লেখেন, “ভালো হোক কিংবা খারাপ, সময় বদলাবে নিশ্চয়ই।” এই বার্তার পর থেকেই অনুরাগীদের কৌতূহল তুঙ্গে।
এর মধ্যেই সম্প্রতি বিমানবন্দরে একা ধরা দেন তারা সুতারিয়া। একসময় যাকে প্রায়ই বীরের হাত ধরে দেখা যেত, সেই তারাই এবার ক্যামেরার সামনে ছিলেন বেশ গম্ভীর। হাসিমুখে কথা বলা তো দূরের কথা, ক্যামেরার দিকে সরাসরি তাকাননি অভিনেত্রী। সামান্য হাত নেড়ে দ্রুত চলে যান, যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন—তিনি কি ইচ্ছে করেই এড়িয়ে গেলেন?
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা ব্যাখ্যা উঠে আসে। কারও মতে, সম্পর্ক ভাঙনের প্রশ্ন এড়াতেই এই নীরবতা। আবার অনেকের ধারণা, বীরের সঙ্গে দূরত্ব বাড়ার কারণেই এমন আচরণ।
উল্লেখযোগ্যভাবে, গত বছরের ডিসেম্বরে এক অনুষ্ঠানে গায়ক AP Dhillon-এর সঙ্গে একটি মুহূর্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন বীর পাহাড়িয়া। এরপরই সম্পর্ক ভাঙার গুঞ্জন আরও জোর পায়।
২০২৫ সালের মে মাসে সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছিল। তখন এক সাক্ষাৎকারে তারা বলেছিলেন, তিনি নাকি “চাঁদে আছেন”। সেই সুখের সম্পর্ক এত দ্রুত এমন মোড় নেবে, তা ভাবতেই পারছেন না ভক্তরা।
সব মিলিয়ে, মুখে কুলুপ থাকলেও তারার নীরব উপস্থিতি আর বীরের রহস্যময় বার্তাই এখন বলিউডের নতুন আলোচনার বিষয়।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: তারা ও বীর কি আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা জানিয়েছেন?
উত্তর: না, এখনও পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কিছু জানাননি।
প্রশ্ন ২: বীরের কোন পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়?
উত্তর: একটি পোস্টে তিনি সময় বদলানোর ইঙ্গিতপূর্ণ বার্তা লেখেন।
প্রশ্ন ৩: বিমানবন্দরে তারার আচরণ কেন আলোচনায়?
উত্তর: তিনি একা ছিলেন এবং ক্যামেরা এড়িয়ে দ্রুত চলে যান।
প্রশ্ন ৪: এপি ঢিল্লোঁর ঘটনার সঙ্গে কি সম্পর্কের টানাপড়েন জড়িত?
উত্তর: নেটাগরিকদের একাংশ তাই মনে করছেন, যদিও নিশ্চিত নয়।
প্রশ্ন ৫: কবে থেকে তারা ও বীরের সম্পর্ক শুরু হয়?
উত্তর: ২০২৫ সালের মে মাসে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।

