মোদীর সভার আগে বড় দুর্ঘটনা, তাহেরপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু চারজনের

Published By: Khabar India Online | Published On:

শনিবারের জনসভার আগেই নদিয়ায় নেমে এল শোকের ছায়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভায় যোগ দিতে এসে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন চার বিজেপি সমর্থক। গুরুতর আহত অবস্থায় আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মতুয়াপ্রধান রানাঘাট লোকসভা কেন্দ্র-এর তাহেরপুরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক সভা ও জনসভায় যোগ দিতে মুর্শিদাবাদ থেকে একটি বাস ভাড়া করে প্রায় ৪০ জন বিজেপি সমর্থক আসেন। বাস থেকে নেমে তাঁদের মধ্যে পাঁচ জন রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারছিলেন।

হঠাৎই কুয়াশার মধ্যে ওই লাইনে একটি ট্রেন চলে আসে। ঘন কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি বুঝতে না পারায় পাঁচ জনই বিপদের মুখে পড়েন। দুর্ঘটনাটি ঘটে কৃষ্ণনগর-রানাঘাট শাখা-র তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি এলাকায়।

ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা আরও এক জনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি ও রেল পুলিশ। কুয়াশার মধ্যে নিরাপত্তা ও সতর্কতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রশ্ন ১: দুর্ঘটনাটি কোথায় ঘটেছে?
উত্তর: নদিয়ার তাহেরপুর ও বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি রেললাইনে দুর্ঘটনাটি ঘটে।

প্রশ্ন ২: কতজনের মৃত্যু হয়েছে?
উত্তর: এই ঘটনায় চার জন বিজেপি সমর্থকের মৃত্যু হয়েছে।

প্রশ্ন ৩: আহতদের অবস্থা কেমন?
উত্তর: এক জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রশ্ন ৪: মৃতদের বাড়ি কোথায়?
উত্তর: মৃতরা সবাই মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকার বাসিন্দা।

প্রশ্ন ৫: দুর্ঘটনার কারণ কী বলে জানা যাচ্ছে?
উত্তর: প্রাথমিকভাবে কুয়াশার কারণে ট্রেনের উপস্থিতি টের না পাওয়াকেই কারণ হিসেবে ধরা হচ্ছে।