Basirhat: বসিরহাটের বিভিন্ন অঞ্চল থেকে গুলি, রিভলবার ও তরল মাদকসহ পাঁচ জন দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা, উঃ ২৪পরগণাঃ বসিরহাটের বিক্ষিপ্ত চার জায়গায় গুলি রিভলবার তরল মাদকসহ পাচ জন দুষ্কৃতী গ্রেফতার। বাসন্তী হাইওয়ে ইছামতি ব্রিজ হাওড়া ব্রিজ শুরু রুট মার্চ শুরু পুলিশের। বসিরহাট মহাকুমার নাকা চেকিং রুটমার্চ পুলিশি তল্লাশি জারি, মিনাখা হাড়োয়া,বসিরহাট, মাটিয়া এই চারটি থানা এলাকা থেকে তিনটি রিভলবার-গুলিসহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি মাটিয়া থানা এলাকা থেকে … Read more