State Games: হরিণঘাটায় শুরু রাজ্য গেমস

শিখা দেব, হরিণঘাটাঃ   হরিণঘাটায় শুরু রাজ্য গেমস। শুরু হয়ে গেলো হরিণঘাটা ম্যাকোআউট ক্যাম্পাসে অষ্টম নেতাজি সুভাষ চন্দ্র রাজ্য গেমস। উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন,বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এই উদ্যোগ নজির হয়ে থাকবে। সংস্থার সভাপতি স্বপন ব্যানার্জি জানান,এখানে উৎসবের চেহারা নিয়েছে। প্রায় ৫হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে এক ঝাঁক ক্রীড়াবিদ হাজির ছিলেন। সৌজন্যে।