শুটিং সেটে অস্বস্তির অভিজ্ঞতা ফাঁস করলেন স্বরা ভাস্কর

Published By: Khabar India Online | Published On:

শুটিংয়ের ঝলমলে দুনিয়ায় সবসময় যে স্বচ্ছন্দ মুহূর্ত থাকে, এমনটা ভাবলে ভুল হবে—সম্প্রতি নিজের অভিজ্ঞতা জানিয়ে সেই ভুলই ভাঙালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করVeere Di Wedding–এর শুটিং চলাকালীন পোশাক নিয়ে কী ভয়ানক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল, তা ভাগ করে নিলেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকেই স্বরা নায়িকা হওয়ার চেয়ে অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান শক্ত করতে চেয়েছেন। সমাজের প্রান্তিক মানুষের গল্প যেখানে বেশি ফুটে ওঠে, সেসব চরিত্রেই তাঁকে দেখা গেছে বেশি। তবে ‘ভিরে দি ওয়েডিং’ ছিল সেই তালিকার বাইরে—পুরোপুরি গ্ল্যামার ও লুক–নির্ভর একটি চরিত্র।

এক সাক্ষাৎকারে স্বরা জানান, অভিনয়ের প্রস্তুতি না, বরং ‘সুন্দর দেখাতে হবে’—এই চাপই তাঁর কাছে সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়। গ্ল্যামারাস চরিত্র করতে গিয়ে তাঁকে ভাবনায় ফেলেছিল পোশাক, লুক এবং আকর্ষণীয় উপস্থিতির দায়বদ্ধতা।

তিনি স্মরণ করেন ‘তারিফান’ গানের শুটিংয়ের মুহূর্তের কথা, যেখানে তাঁকে বডিস্যুট পরতে বলা হয়। সেই শব্দই প্রথম শুনেছিলেন স্বরা। বডিস্যুট যে আসলে ডিপ–নেক ওয়ান–পিস সাঁতারের পোশাকের মতো, তা জেনে তিনি বিস্মিত হয়ে যান। এত মানুষের মাঝে এমন পোশাকে শুটিং সেটে যাওয়া তাঁর কাছে ছিল অত্যন্ত অস্বস্তিকর। শেষ পর্যন্ত তোয়ালে জড়িয়ে সেটে পৌঁছাতে হয়েছিল তাঁকে। স্বরার ভাষায়—“এটা সত্যিই কঠিন ও অস্বস্তিকর অভিজ্ঞতা ছিল।”

এই অভিজ্ঞতা আজও মনে গেঁথে আছে অভিনেত্রীর। গ্ল্যামার রোলের ঝলক যতোই উজ্জ্বল হোক, পর্দার পেছনের বাস্তবতা কিন্তু সবসময় ততটা আরামদায়ক নয়—সেই কথাই যেন মনে করিয়ে দিলেন স্বরা ভাস্কর।

১. স্বরা ভাস্কর কোন সিনেমার শুটিংয়ে অস্বস্তিতে পড়েছিলেন?
— ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমার শুটিংয়ে।

২. কোন পোশাকটি স্বরাকে অস্বস্তিতে ফেলেছিল?
— ডিপ–নেক বডিস্যুট।

৩. কোন গানের শুটিংয়ে এই ঘটনা ঘটেছিল?
— ‘তারিফান’ গান।

৪. স্বরা কেন এই চরিত্রটিকে কঠিন বলে মনে করেছিলেন?
— সুন্দর ও গ্ল্যামারাস দেখানোর অতিরিক্ত চাপের জন্য।

৫. স্বরা কীভাবে সেটে পৌঁছেছিলেন বডিস্যুট পরে অস্বস্তির কারণে?
— তোয়ালে জড়িয়ে সেটে গিয়েছিলেন।