রাজ্য সড়কে ভয়াবহ ট্রাক দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে মৃত ২

Published By: Khabar India Online | Published On:

ভোরের কুয়াশা আর এক মুহূর্তের অসতর্কতা—সব মিলিয়েই রাজ্য সড়কে নেমে এল মর্মান্তিক পরিণতি। রাজ্য সড়কে ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন, আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার সকালে কোচবিহারের মাথাভাঙ্গা-১ ব্লকের অশোকবাড়ি এলাকায় মাথাভাঙ্গা–ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। অসম থেকে ইট বোঝাই একটি ট্রাক মাথাভাঙ্গা হয়ে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসছিল আরেকটি ট্রাক।

অশোকবাড়ি বাস স্টপেজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মাথাভাঙ্গার দিকে আসা ট্রাকের চালকসহ দু’জনের মৃত্যু হয়। মৃতরা কোচবিহার-২ এলাকার বাসিন্দা বলে জানা গেলেও তাঁদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

অপর ট্রাকের দু’জন গুরুতর আহত হন। স্থানীয়দের তৎপরতায় তাঁদের দ্রুত উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। ট্রাকের ভেতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় দুই ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের একাংশের দাবি, সকালবেলা ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্রাক দুটি থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রশ্ন ও উত্তর 

 কোথায় দুর্ঘটনাটি ঘটেছে?
 মাথাভাঙ্গা-১ ব্লকের অশোকবাড়ি এলাকায় ১৬ নম্বর রাজ্য সড়কে।

 দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে?
 মোট দু’জনের মৃত্যু হয়েছে।

 আহতদের অবস্থা কেমন?
 দু’জন আহত, তাঁদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।

 দুর্ঘটনার সম্ভাব্য কারণ কী?
 স্থানীয়দের মতে, সকালের কুয়াশার জন্য দৃশ্যমানতা কম থাকাই প্রধান কারণ।

 পুলিশ কী পদক্ষেপ নিয়েছে?
 পুলিশ ট্রাক দুটি থানায় নিয়ে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।