শ্রীলঙ্কা দলে অধিনায়ক বদলের নেপথ্যে কী কারণ জানাল বোর্ড

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপের ঠিক আগে আচমকা নেতৃত্ব বদলের সিদ্ধান্ত—যা ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। ২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন দাসুন শানাকা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

গত মাসে পাকিস্তানে অনুষ্ঠিত টি–টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে অসুস্থতার কারণে খেলতে পারেননি চারিথ আসালঙ্কা। সেই সময় অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় শানাকাকে। তাঁর নেতৃত্বেই শ্রীলঙ্কা দল ফাইনালে পৌঁছায়, যদিও শেষ পর্যন্ত স্বাগতিক পাকিস্তানের কাছে হার মানতে হয়।

নির্বাচক কমিটির চেয়ারম্যান প্রমোদয়া বিক্রমাসিংহে জানান, বড় টুর্নামেন্টের আগে নেতৃত্বে স্থিরতা বজায় রাখাই বোর্ডের প্রধান লক্ষ্য। সে কারণেই অন্তর্বর্তী দায়িত্ব নয়, স্থায়ীভাবেই শানাকাকে অধিনায়ক করে রাখা হয়েছে। একই সঙ্গে আগের কমিটি ঘোষিত ২৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডেও কোনো পরিবর্তন করা হয়নি।

চারিথ আসালঙ্কা এখন পুরোপুরি সুস্থ থাকলেও সাম্প্রতিক সময়ে তাঁর ফর্ম আশানুরূপ নয়। চলতি বছরে টি–টোয়েন্টিতে তাঁর রান মাত্র ১৫৬, গড় ১৫.৬০। তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা ২০২৫ টি–টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালেও উঠতে পারেনি।

এ ছাড়া পাকিস্তান সফরে দলের অভ্যন্তরীণ অসন্তোষ এবং নিরাপত্তা ইস্যু ঘিরে আসালঙ্কার ভূমিকা নিয়েও বোর্ড পুরোপুরি সন্তুষ্ট ছিল না বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নেতৃত্বে এই পরিবর্তনের পর পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজেও শানাকাই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন। বিশ্বকাপের আগে ধারাবাহিকতা বজায় রেখে শক্ত দল গড়াই এখন বোর্ডের মূল লক্ষ্য।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার অধিনায়ক কে?
উত্তর: দাসুন শানাকা।

প্রশ্ন ২: চারিথ আসালঙ্কাকে কেন অধিনায়কত্ব থেকে সরানো হলো?
উত্তর: ফর্মহীনতা, নেতৃত্বে অনিশ্চয়তা এবং সাম্প্রতিক বিতর্কের কারণে।

প্রশ্ন ৩: আসালঙ্কা কি বিশ্বকাপ স্কোয়াডে আছেন?
উত্তর: হ্যাঁ, তিনি ২৫ সদস্যের স্কোয়াডে আছেন।

প্রশ্ন ৪: নতুন নির্বাচক কমিটির মূল লক্ষ্য কী?
উত্তর: বিশ্বকাপের আগে নেতৃত্ব ও দল গঠনে স্থিরতা আনা।

প্রশ্ন ৫: শানাকা কোন কোন সিরিজে দলকে নেতৃত্ব দেবেন?
উত্তর: পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে।