অভিনয় জগতে তাঁর নামেই প্রেম শিখেছে কয়েক প্রজন্ম। কিন্তু নতুন সময়ে নতুন অবতারে হাজির হয়ে শাহরুখ খান স্পষ্ট জানিয়ে দিলেন—সব প্রশ্নের উত্তর ‘বন্ড’ নয়। লন্ডনের এক আলোচনাসভায় উঠে এল জেমস বন্ড চরিত্রে তাঁকে দেখা যাবে কি না, আর সেই প্রশ্নেই তৈরি হল হাসির রোল।
সম্প্রতি কাজলের সঙ্গে অনুষ্ঠান যোগ দিতে লন্ডনে গিয়েছিলেন শাহরুখ। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয়, বারবার অ্যাকশন সিনেমা করছেন যখন, এবার কি বন্ডের ভূমিকায় দেখা যাবে? উত্তরে শাহরুখ মজা করে বলেন, তাঁর উচ্চারণ বন্ডের মতো নয়, পছন্দও নয় ‘শেকেন মার্টিনি’। আরও যোগ করেন, “আসলে আমি খুব বেশি লড়াইয়ের ছবিতে অভিনয়ই করিনি। করতে চেয়েছিলাম, কিন্তু আমার জীবনে তখন ছিল কাজল!”
রসিকতার ছলে বাদশাহর মন্তব্য, “কাজল পাশে থাকলে কি আর ফাইটিং সিনেমা করা যায়? তাই প্রেমের সিনেমাই করেছি বেশি।” পাশেই বসা কাজল হাসতে হাসতেই স্মরণ করিয়ে দেন—শুধু তাঁর সঙ্গেই তো নয়, অন্য নায়িকাদের সঙ্গেও বহু জনপ্রিয় সিনেমা করেছেন শাহরুখ।
জবাবে অভিনেতার সহজ স্বীকারোক্তি, “হ্যাঁ, কিন্তু যেসব ছবির জন্য আমরা সবচেয়ে জনপ্রিয়, সেগুলোতে তো আমরা একসঙ্গেই।” পরে যোগ করেন, অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করতে তাঁর ভালোই লেগেছে। তবে জেমস বন্ড নিয়ে নিশ্চিত নন তিনি। তবে শন কনারির নাম উচ্চারণ করে বলিউডের বাদশা জানিয়ে দেন—‘ওঁকে তো অবশ্যই চিনি!’
হলিউডে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন শন কনারি ছাড়াও রজার মুর, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন, ড্যানিয়েল ক্রেগসহ আরও বহু তারকা।
শাহরুখ খান কি জেমস বন্ড চরিত্রে কাজ করতে আগ্রহী?
না, তিনি বলেন তাঁর উচ্চারণ ও পছন্দ বন্ড চরিত্রের সঙ্গে মেলে না।লন্ডনের অনুষ্ঠানে কেন বন্ড প্রসঙ্গ উঠল?
কারণ সম্প্রতি শাহরুখ অ্যাকশনধর্মী সিনেমায় বেশি অভিনয় করছেন।শাহরুখ কেন বললেন তিনি প্রেমের ছবিই বেশি করেছেন?
রসিকতা করে বলেন, ‘কাজল পাশে থাকলে ফাইটিং সিনেমা করা যায় না।’কোন কোন অভিনেতা জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন?
শন কনারি, পিয়ার্স ব্রসনান, রজার মুর, টিমোথি ডালটন, ড্যানিয়েল ক্রেগসহ আরও অনেকে।শাহরুখের আসন্ন অ্যাকশন ছবি কোনটি?
তাঁর নতুন ছবি ‘কিং’, যেখানে লড়াকু অবতারে দেখা যাবে।

