বিশ্বকাপের উত্তেজনার আগেই ফুটবল দুনিয়ায় তৈরি হলো বড়সড় বিতর্ক। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান জানালেন ফিফার প্রাক্তন সভাপতি Sepp Blatter। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump–এর কড়া অভিবাসন নীতির কারণেই এই আহ্বান বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকেরা।
আগামী FIFA World Cup 2026 অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যদিও তিন দেশ যৌথ আয়োজক, তবু সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে মার্কিন ভেন্যুতে। এ কারণেই যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
সুইস দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিয়েথ সম্প্রতি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিরোধী দমন, অভিবাসন সংস্থার কঠোরতা ও ভ্রমণ নিষেধাজ্ঞা সমর্থকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করছে। তার মতে, মাঠে গিয়ে খেলা দেখার চেয়ে টেলিভিশনে দেখা অনেক বেশি নিরাপদ।
এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে ব্লাটার বলেন, সমর্থকদের উচিত যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকা। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে সেখানে গিয়ে বিশ্বকাপ উপভোগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে বিশ্বকাপ বয়কটের আলোচনা শুরু হয়েছে। জার্মান ফুটবল ফেডারেশনের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার কথাও জানিয়েছেন। এর আগে আফ্রিকার কয়েকটি দেশের ওপর ভিসা কড়াকড়ি আরোপ করায় সমর্থক ও দলগুলোর যাতায়াত নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
সব মিলিয়ে, মাঠের লড়াই শুরুর আগেই ২০২৬ বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে আয়োজন নিয়ে বিতর্ক এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচ্য বিষয়।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১: কেন যুক্তরাষ্ট্র বয়কটের আহ্বান উঠেছে?
উত্তর: কড়া অভিবাসন নীতি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই এই আহ্বান।
প্রশ্ন ২: কে এই বয়কটের পক্ষে মত দিয়েছেন?
উত্তর: ফিফার প্রাক্তন সভাপতি সেপ ব্লাটার ও আইনজীবী মার্ক পিয়েথ এই মত প্রকাশ করেছেন।
প্রশ্ন ৩: ২০২৬ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে।
প্রশ্ন ৪: সবচেয়ে বেশি ম্যাচ কোন দেশে হবে?
উত্তর: যুক্তরাষ্ট্রে।
প্রশ্ন ৫: বয়কট কি নিশ্চিতভাবে কার্যকর হবে?
উত্তর: এখনো নয়, বিষয়টি আলোচনা ও মতামতের পর্যায়ে রয়েছে।

