Horoscope: আজ ১৮ই আগস্ট, রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ১৮ই আগস্ট (১লা ভাদ্র) বুধবার রাশিফল।

মেষঃ  আপনার সঞ্চিত অর্থ বিপুল পরিমাণে অন্যের জন্য খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে- শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেন না। সব দিক বিবেচনা করুন।

বৃষঃ আজ আপনার ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে একদম হিংসে আনবেননা। দিনটি বেশ ভালোই যাবে।

মিথুনঃ আজ কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

কর্কটঃ আজ আপনি পুরনো সমস্যায় সমাধান করতে পারে। মাথা ঠান্ডা রেখে সব সমস্যার সমাধান করার চেষ্টা করুন। মন দিয়ে কাজ করুন।

সিংহঃ বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। নিজেদের উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। আজ পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

কন্যাঃ আজ দিনটি বেশ সুখকর নয়। কোনো ভুল কাজের জন্য অপমানিত হতে পারেন। দেখে শুনে কাজ করুন। সহজে ভেঙে পড়বেন না। মন শান্ত করুন।

তুলাঃ আজ আপনার জন্য আনন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। নতুন বিয়ের সমন্ধ আসতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিকঃ ব্যস্ত কর্মজীবনে ও সাংসারিক চাপে মানসিক শান্তি বিঘ্নিত হবে। পরিস্থিতি সামাল দিতে কাছের মানুষের সঙ্গে পরামর্শ করুন।

ধনুঃ আজ দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে মনমরা থাকার সম্ভাবনা আছে। সব কাজেতেই উদাসীন হতে পারেন। মন শান্ত রেখে যোগাভ্যাস করুন

মকরঃ আজ আপনি সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। জনসেবায় সারাদিন ব্যস্ত থাকবেন। মন দিয়ে নিজের কাজ করুন। পাশাপাশি নিজের খেয়াল রাখতে ভুলবেন না।

কুম্ভঃ আজ দিনটি বেশ ভালো কাটবে। জ্ঞানী গুণী ব্যক্তিদে ব্যক্তিদের উপদেশ আপনার জীবনে শান্তি এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।

মীনঃ আজ আপনি অতিরিক্ত কাজের চাপে অথবা পারিবারিক বিবাদে মানসিক উদ্বেগের শিকার হতে পারেন। মন শান্ত রাখতে ভালো গান শুনুন অথবা যোগাভ্যাস করুন।