সৌদির লাল গালিচায় বিশ্বতারকাদের মিলনমেলা, জমে উঠল রেড সি ফেস্টিভ্যাল

Published By: Khabar India Online | Published On:

ছবির আলো আর ক্যামেরার ফ্ল্যাশে সাজানো লাল গালিচা—তারকাদের আগমনে প্রাণবন্ত হয়ে উঠল সৌদি আরবের জেদ্দা। পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনেই বিশ্বজুড়ে পরিচিত অভিনেতা-অভিনেত্রীরা হাজির হয়ে উৎসবকে করে তোলেন আরও জমকালো।

‘সিনেমার প্রতি ভালোবাসা’ থিমকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসব। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনের রেড কার্পেটে দেখা মিলেছে অস্কারজয়ী অ্যাড্রিয়ান ব্রডি, কুইন লাটিফা, কির্সটেন ডানস্ট, জেসিকা আলবা, উমা থারম্যান, আনা ডি আর্মাস, ড্যানিয়েল কালুয়া এবং রিতা অরা–সহ অসংখ্য আন্তর্জাতিক তারকার।

বলিউডের রঙও ছিল লাল গালিচায়। ঐশ্বরিয়া রাই নিজের উপস্থিতিতেই নজর কাড়েন সবার। পাশাপাশি মধ্যপ্রাচ্যের তারকাদের মধ্যে সারাহ তাইবাহ, জেইনা মাকি, হানা মানসুরও উপস্থিত ছিলেন উদ্বোধনী রাতে।

উৎসবে এ বছর ৭০টিরও বেশি দেশ থেকে ১০০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নতুন প্রতিভা আবিষ্কার, নারী চলচ্চিত্রকারদের প্ল্যাটফর্ম দেওয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা—এবারের আয়োজনে এগুলোকেই গুরুত্ব দেওয়া হয়েছে।

অ্যাড্রিয়ান ব্রডি উৎসবকে ‘সংস্কৃতি ও চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার উল্লেখযোগ্য উদ্যোগ’ বলে মত প্রকাশ করেছেন। নারী চলচ্চিত্রকারদের দৃশ্যমানতা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধনী সন্ধ্যায় উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা মাইকেল কেইন, যিনি এ বছর উৎসবে পাচ্ছেন বিশেষ সম্মাননা। আরও ছিলেন জুরি সদস্য শন বেকার, পরিচালক নাদিন লাবাকি, অস্কারজয়ী রিজ আহমেদ, অভিনেত্রী অলগা কুরি্লেঙ্কো ও নাওমি হারিস।

রাতের প্রধান আকর্ষণ ছিল জীবনীভিত্তিক চলচ্চিত্র জায়ান্ট–এর প্রদর্শনী। ইয়েমেনি বক্সার প্রিন্স নাসিম হামেদের জীবনী অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন আমির এল মাসরি, যিনি বলেন—এটি পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির এক অনুপ্রেরণামূলক গল্প।

উৎসবজুড়ে থাকছে ফিচার, ডকুমেন্টারি, শর্ট এবং অ্যানিমেশনসহ নানা ধরণের আন্তর্জাতিক চলচ্চিত্র। আরব স্পেকট্যাকুলার প্রোগ্রামেও রয়েছে একাধিক আলোচিত সিনেমা।

জেদ্দার ঐতিহাসিক শহর আল বালাদ এখন বিশ্ব সিনেমার বড় মিলনমেলা। তারকা, নির্মাতা, দর্শক—সবার উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণে বিরাজ করছে এক উৎসবঘন পরিবেশ।

১. রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
সৌদি আরবের জেদ্দার ঐতিহাসিক এলাকা আল বালাদে অনুষ্ঠিত হচ্ছে।

২. কত দিন চলবে এ বছরের উৎসব?
৪ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত মোট ১০ দিন।

৩. কোন তারকারা উদ্বোধনী দিনে ছিলেন?
অ্যাড্রিয়ান ব্রডি, ঐশ্বরিয়া রাই, কুইন লাটিফা, জেসিকা আলবা, আনা ডি আর্মাসসহ বহু তারকা।

৪. এ বছর কতগুলো চলচ্চিত্র দেখানো হবে?
১০০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে ৭০টিরও বেশি দেশ থেকে।

৫. উদ্বোধনী দিনে কোন চলচ্চিত্রটি প্রদর্শিত হয়?
প্রিন্স নাসিম হামেদের বায়োপিক জায়ান্ট  প্রদর্শিত হয়েছে।