তিন মাস ধরে শুধুই বাংলা চর্চা, নতুন সিনেমায় সাইফ

Published By: Khabar India Online | Published On:

হঠাৎ করেই এক নতুন চরিত্রের টানে নিজের আরাম ছেড়ে বেরিয়ে পড়েছেন সাইফ আলী খান। অভিনয়ের প্রয়োজনে এখন পুরোপুরি ডুবে আছেন বাংলা ভাষা শেখার কাজে।

বিখ্যাত এক বাঙালির বায়োপিকে অভিনয় করতে চলেছেন সাইফ আলী খান। এই সিনেমায় চরিত্রের সংলাপ থাকবে খাঁটি বাঙালি উচ্চারণে বাংলায়। তাই গত তিন মাস ধরে তিনি নিবিড়ভাবে বাংলা ভাষা রপ্ত করছেন। সাইফ জানিয়েছেন, এই সময়ে অন্য কোনো কাজ হাতে নেননি, সম্পূর্ণ মনোযোগ দিয়েছেন এই ছবির প্রস্তুতিতে।

এখনও সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় নাম, পরিচালকের পরিচয় কিংবা কোন ব্যক্তির জীবনী অবলম্বনে ছবি—এসব বিষয়ে মুখ খুলতে চাননি অভিনেতা। তবে তিনি স্পষ্ট করেছেন, বহুদিন পর এমন একটি কাজ এসেছে যেখানে দীর্ঘ প্রস্তুতি অপরিহার্য, আর সেই প্রস্তুতির পথটাই তিনি উপভোগ করছেন।

হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সাইফ বলেন, এটি বাংলা ভাষায় তৈরি হলেও একে শুধুমাত্র আঞ্চলিক সিনেমা হিসেবে দেখার কারণ নেই। ‘স্যাক্রেড গেমস’-এর পর এমন একটি চরিত্র পেয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত।

মা শর্মিলা ঠাকুর বাঙালি হলেও সাইফের বাংলা ভাষা শেখা হয়নি কখনও। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভক্ত হলেও তাঁর লেখা পড়েছেন ইংরেজি অনুবাদে। এবার সিনেমার সূত্রেই বাংলা শেখার সুযোগ পাচ্ছেন তিনি।

এর আগেও কলকাতায় শুটিং ও বাঙালি পরিচালকদের সঙ্গে কাজ করেছেন সাইফ। ‘পরিণীতা’ তাঁর ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি। বাঙালি সংস্কৃতির প্রতি এই টানই এবার তাঁকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে।

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: সাইফ আলী খান কেন বাংলা শিখছেন?
উত্তর: একটি নতুন বাঙালি বায়োপিক সিনেমায় অভিনয়ের জন্য।

প্রশ্ন ২: সিনেমাটি কি পুরোপুরি বাংলায় হবে?
উত্তর: সিনেমাটি মূলত বাংলা ভাষায় তৈরি হবে।

প্রশ্ন ৩: কোন ব্যক্তির বায়োপিক এটি?
উত্তর: এখনো আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি।

প্রশ্ন ৪: সাইফ আগে কি বাংলা সিনেমায় কাজ করেছেন?
উত্তর: না, তবে বাঙালি গল্প ও পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

প্রশ্ন ৫: কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন সাইফ?
উত্তর: প্রায় তিন মাস ধরে।