২০২৬ বিশ্বকাপে নেইমারকে চান রদ্রিগো, অপেক্ষায় ব্রাজিল

Published By: Khabar India Online | Published On:

বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রত্যাশা আর আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতেই আবারও নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের দলে এই তারকাকে দেখতে চান ব্রাজিল জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড রদ্রিগো।

চ্যাম্পিয়নস লিগ ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ তারকা স্পষ্ট করে বলেন, ব্রাজিলিয়ান সমর্থকরা এখনও নেইমারের অপেক্ষায়। তার বিশ্বাস, অভিজ্ঞ এই ফরোয়ার্ড বড় মঞ্চে আবারও পার্থক্য গড়ে দিতে পারেন।

ইনজুরি নিয়েই সান্তোসের হয়ে মাঠে নেমে দলকে অবনমন থেকে বাঁচানোয় নেইমারের প্রশংসা করেন রদ্রিগো। বিশেষ করে শেষ দিকের ম্যাচগুলোতে তার দুর্দান্ত পারফরম্যান্স সান্তোসকে শুধু লিগে টিকিয়ে রাখেনি, এনে দিয়েছে কোপা সুদামেরিকানার টিকিটও।

তবে সবকিছু এতটা সহজ ছিল না। দীর্ঘ সময় চোটে বাইরে থাকা, প্রত্যাবর্তনের পর সমালোচনা—সব মিলিয়ে মানসিকভাবে চাপে পড়েছিলেন ৩৩ বছর বয়সি এই তারকা। কিন্তু শেষ তিন ম্যাচে চার গোল ও এক অ্যাসিস্ট করে আবারও নিজের ক্লাস প্রমাণ করেছেন নেইমার।

রদ্রিগোর মতে, নেইমার কোথায় খেলবেন সেটা বড় বিষয় নয়, আসল বিষয় হলো তাকে সুস্থ ও আত্মবিশ্বাসী অবস্থায় ২০২৬ বিশ্বকাপে দেখা। আর সেটাই এখন ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় প্রত্যাশা।

প্রশ্ন ১: রদ্রিগো কেন নেইমারকে বিশ্বকাপে চান?
উত্তর: রদ্রিগোর বিশ্বাস, নেইমারের অভিজ্ঞতা ও বড় ম্যাচের পারফরম্যান্স ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ।

প্রশ্ন ২: নেইমার কি বর্তমানে পুরোপুরি সুস্থ?
উত্তর: পুরোপুরি সুস্থ না হলেও শেষ দিকে দুর্দান্ত ফর্মে ফিরেছেন তিনি।

প্রশ্ন ৩: সান্তোসে নেইমারের ভূমিকা কী ছিল?
উত্তর: ইনজুরি নিয়েও খেলেছেন এবং দলকে অবনমন থেকে রক্ষা করেছেন।

প্রশ্ন ৪: নেইমারের সমালোচনার কারণ কী ছিল?
উত্তর: প্রত্যাবর্তনের পর প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় সমালোচনা হয়েছিল।

প্রশ্ন ৫: ২০২৬ বিশ্বকাপে নেইমারের সম্ভাবনা কেমন?
উত্তর: ফিট থাকলে তাকে দলে দেখতে চান সতীর্থ ও সমর্থকরা।