অবিশ্বাস্য হলেও সত্যি—Richa Ghosh DSP হিসেবে এবার নতুন ইনিংস শুরু করলেন বিশ্বকাপজয়ী বঙ্গ তনয়া। ক্রিকেট মাঠে তাঁর তুখোড় ব্যাটিং যতবার নজর কেড়েছে, এবার ঠিক ততটাই আলোচনায় তাঁর নতুন দায়িত্বগ্রহণ।
ইডেনে জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই রিচার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিলেন। আর সেই প্রতিশ্রুতির কয়েক দিনের মধ্যেই রাজ্য পুলিশের ডিএসপি পদে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন তিনি। বুধবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ বা এসিপি পদে যোগ দেন রিচা।
রাজ্য পুলিশের এক্স হ্যান্ডলে লেখা হয়েছে—মহিলাদের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ রাজ্য পুলিশের পরিবারে যুক্ত হওয়ায় আনন্দিত তারা। পাশাপাশি রইল শুভেচ্ছা এবং অভিনন্দনের বার্তা।
ক্রিকেটজগতেও এখনো সমান উন্মাদনা রিচাকে ঘিরে। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর দুরন্ত ইনিংস দলে জয়ের ভিত গড়ে দেয়। উইকেটকিপার–ব্যাটার হিসেবে ছিলেন একেবারে সাবলীল। ধোনির স্টাইলে মারমুখী ব্যাটিং তাঁর বিশেষ পরিচয়।
বিশ্বকাপ জয়ের পর শিলিগুড়ি থেকে কলকাতা—যেখানেই গেছেন, রিচাকে ঘিরে উৎসাহের শেষ নেই। সিএবি ইডেনে তাঁকে দেওয়া হয়েছিল বিশেষ সংবর্ধনা। সেই মঞ্চেই ঘোষণা হয়েছিল পুলিশের ডিএসপি পদে তাঁর নিয়োগ। অবশেষে সমস্ত আনুষ্ঠানিকতা সেরে নতুন ভূমিকা সামলাতে প্রস্তুত হয়ে গেলেন রিচা ঘোষ।
১. রিচা ঘোষ কোন পদে যোগ দিলেন?
তিনি রাজ্য পুলিশের ডিএসপি পদে যোগ দিয়েছেন এবং শিলিগুড়িতে এসিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন।
২. কে রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন?
ইডেনে সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিয়োগপত্র দেন।
৩. কোন বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রিচা?
মহিলাদের টি–২০ বিশ্বকাপে, বিশেষ করে সেমিফাইনাল ও ফাইনালে।
৪. রিচা কোন শহরের বাসিন্দা?
তিনি শিলিগুড়ির মেয়ে।
৫. রিচা ঘোষ কোন ক্রিকেটারের অনুরাগী?
তিনি মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত।

