বিনোদন দুনিয়ায় আগেই ছড়িয়ে পড়েছিল নানা গুঞ্জন, আর সেই জল্পনার আগুনকে আরও উসকে দিয়েছিল রাশমিকা মন্দানার হাতে আংটির ছবি। তবে এবার নিজের বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন দক্ষিণী তারকা।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাশমিকার কাছে যখন বিয়ের ও বাগদানের প্রশ্ন ছোড়া হয়, তিনি খুবই পরিমিত ভঙ্গিতে জানান—এ মুহূর্তে “হ্যাঁ” বা “না” কোনো মন্তব্যই করতে চান না। তার ভাষায়, সঠিক সময় এলে তিনি নিজেই সবাইকে জানাবেন। অর্থাৎ ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এখনই প্রকাশ্যে কিছু বলতে নারাজ তিনি।
গত কয়েক মাস ধরেই শোবিজ অঙ্গনে গুঞ্জন ছিল, বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার সম্পর্ক নাকি অনেক দূর এগিয়েছে। এমনকি ভারতীয় কিছু গণমাধ্যম দাবি করেছিল, হায়দরাবাদে নাকি গোপনে সম্পন্ন হয়েছে তাদের বাগদান। বিজয়ের টিমের এক সদস্য নাকি বিষয়টি নিশ্চিত করেছিলেন—এমন খবরও ছড়িয়েছিল।
আরও একটি গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে—২০২৬ সালের ফেব্রুয়ারিতে উদয়পুরে তাদের বিয়ের আয়োজন নাকি ঠিক হয়ে গেছে। দুই পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি চলছে বলেও দাবি করেছে শোবিজ মহলের কয়েকজন। তবে রাশমিকার সাম্প্রতিক মন্তব্যে এসব জল্পনা আরও কিছুদিন জিইয়ে থাকবে বলেই মনে করছেন ভক্তরা।
1. রাশমিকা কি বিয়ে বা বাগদান নিয়ে কিছু নিশ্চিত করেছেন?
না, তিনি জানিয়েছেন সঠিক সময়ে নিজেই ঘোষণা করবেন।
2. বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকার সম্পর্কের বিষয়ে কী জানা গেছে?
তারা প্রকাশ্যে কিছু বলেননি, তবে গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলছে।
3. রাশমিকার হাতে আংটি দেখা যাওয়ার কারণ কী?
এ বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি, যা জল্পনা আরও বাড়িয়েছে।
4. ২০২৬ সালে তাদের বিয়ের খবর কি সত্য?
এটি শুধু গুঞ্জন; কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
5. ভক্তরা রাশমিকার মন্তব্যকে কীভাবে দেখছেন?
তাদের মতে, এই রহস্যময় উত্তরে জল্পনা আরও বেড়েই গেল।

