‘যুদ্ধ’ ঘোষণা করলেন রামোস, সেন্ট জার্মেইয়ে যোগ দিয়ে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   যুদ্ধ ঘোষণা করলেন সার্জিও রামোস! রিয়াল মাদ্রিদের সঙ্গে রামোসের ১৬ বছরের সম্পর্ক ছিন্ন হয়েছে। প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিক ভাবেই জানিয়ে দিলেন স্প্যানিশ তারকা।

জার্সিতে বড় অক্ষরে নিজের নাম লেখা আর নিচে লেখা ‘২০২৩’। পিএসজির সঙ্গে রামোসের চুক্তি আগামী দুই বছরের। নিজেকে উজাড় করে দেওয়ার প্রত্যয় রিয়ালের প্রাক্তন এই অধিনায়কের, ‘স্বপ্ন দেখার এটিই সেরা জায়গা। এটিই সেরা ক্লাব। আমরা সবকিছু পেতে সবকিছুর সঙ্গে যুদ্ধ করব। জয়ের লক্ষ্যে আমাদের যা কিছু আছে, তা নিয়ে লড়াই করতে যাচ্ছি।’

ক্লাব ক্যারিয়ারে ২০০৫ সালে সেভিয়া থেকে এসে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রামোস। এই রিয়ালেই রামোসের ‘রামোস’ হয়ে ওঠা। ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত ছিলেন ক্লাবের অধিনায়ক। রামোসও রিয়ালকে দিয়েছেন দুহাত ভরে। এই সময়ে ৫টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, ২টি কোপা দেল রে ও ৩টি উয়েফা সুপার কাপ জিতেছে রিয়াল।

এবার রামোসের নতুন চ্যালেঞ্জ, অর্জনের এই ধারাবাহিকতা পিএসজিতেও ধরে রাখা।