ইউরোপের রাজনীতিতে আবারও চরম উত্তেজনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে নতুন বিতর্কের জন্ম দিলেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ।
রবিবার মিউনিখে খ্রিস্টান ডেমোক্র্যাটিক ইউনিয়নের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মের্জ দাবি করেন, পুতিন সোভিয়েত ইউনিয়নের পুরনো সীমানা পুনরুদ্ধারের চেষ্টা করছেন। তাঁর মতে, ইউক্রেনের পতন হলে রাশিয়া সেখানে থামবে না।
মের্জ বলেন, ১৯৩৮ সালে হিটলারের কাছে সুডেটেনল্যান্ড যেমন যথেষ্ট ছিল না, তেমনি ইউক্রেন দখল করলেও পুতিন থামবেন না। তিনি সেই সময়ের কথাও স্মরণ করিয়ে দেন, যখন ব্রিটেন ও ফ্রান্স নাৎসি জার্মানিকে চেকোস্লোভাকিয়ার অংশ দখলের অনুমতি দিয়েছিল।
এই মন্তব্য আরও বিতর্কিত হয়ে ওঠে মের্জের পারিবারিক ইতিহাস সামনে আসায়। তাঁর দাদু জোসেফ পল সভিগনি একসময় নাৎসি পার্টির সদস্য ছিলেন এবং নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার ব্রিলনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
অন্যদিকে পুতিন বরাবরই দাবি করে আসছেন, ন্যাটো আক্রমণ না করলে রাশিয়াও আক্রমণাত্মক হবে না। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে পরাজিত করতে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা খাটো করার চেষ্টা নিয়ে সতর্ক করেছেন।
যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল। লেনিনগ্রাদ অবরোধে পুতিনের বড় ভাইও প্রাণ হারান। সাম্প্রতিক এক বক্তব্যে পুতিন পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়াকে দুর্বল ও খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন।
প্রশ্ন ও উত্তর
প্রশ্ন 1: মের্জ কেন পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন?
উত্তর: তাঁর মতে, পুতিন ইউক্রেনের পর আরও অঞ্চল দখলের চেষ্টা করতে পারেন।
প্রশ্ন 2: এই মন্তব্য কোথায় করা হয়?
উত্তর: মিউনিখে CDU দলের এক সম্মেলনে।
প্রশ্ন 3: মের্জের নাৎসি পরিবারের প্রসঙ্গ কেন উঠেছে?
উত্তর: তাঁর নানা একসময় নাৎসি পার্টির সদস্য ছিলেন।
প্রশ্ন 4: পুতিন এই অভিযোগের জবাবে কী বলেন?
উত্তর: ন্যাটো আক্রমণ না করলে রাশিয়া আক্রমণ করবে না বলে দাবি করেন তিনি।
প্রশ্ন 5: দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গে পুতিন কী স্মরণ করান?
উত্তর: নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বড় ত্যাগের কথা।

