প্যারিসের আকাশে যেন এখনও ইতিহাসের রোশনাই। বহু টাকা ঢেলেও যে স্বপ্ন বারবার অধরা থেকেছে, সেটাই বাস্তবে এনে দিয়েছেন একজন মানুষ—লুইস এনরিক। আর সেই কারণেই এবার অভাবনীয় সিদ্ধান্তের পথে হাঁটছে ফরাসি জায়ান্ট পিএসজি।
Paris Saint-Germain ক্লাবটি তাদের সফল কোচ Luis Enrique-এর সঙ্গে ঐতিহাসিক আজীবন চুক্তির পরিকল্পনা করছে বলে জানা গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’-এর প্রতিবেদনে এমনই ইঙ্গিত মিলেছে।
বর্তমানে পিএসজির সঙ্গে এনরিকের চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে সেই সময়ের জন্য অপেক্ষা করতে চাইছে না ক্লাব কর্তৃপক্ষ। বরং তার আগেই দীর্ঘমেয়াদি, এমনকি ‘আজীবন’ চুক্তির প্রস্তাব দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ক্লাব সূত্রের খবর, প্যারিসে যোগ দেওয়ার পর থেকে এনরিকের কাজ ও নেতৃত্বে ভীষণ সন্তুষ্ট পিএসজির শীর্ষ মহল। দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাঁকে কেন্দ্রীয় চরিত্র হিসেবেই দেখা হচ্ছে।
উল্লেখ্য, এনরিকের কোচিংয়েই গত মৌসুমে পিএসজি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে। শুধু তাই নয়, ২০২৪-২৫ মৌসুমে ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবার ‘ট্রেবল’ জয়ের নজিরও গড়ে। এই সাফল্যই যেন এনরিককে পিএসজির ইতিহাসে স্থায়ী করে দেওয়ার পথ খুলে দিয়েছে।
1. পিএসজি কেন লুইস এনরিককে আজীবন চুক্তি দিতে চায়?
এনরিকের নেতৃত্বে পিএসজি প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জয়ের ঐতিহাসিক সাফল্য পেয়েছে।
2. বর্তমানে এনরিকের চুক্তির মেয়াদ কতদিন?
এনরিকের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত।
3. আজীবন চুক্তি কি চূড়ান্ত হয়ে গেছে?
না, বিষয়টি এখনও পরিকল্পনা ও বিবেচনার পর্যায়ে রয়েছে।
4. কোন সংবাদমাধ্যম এই খবর প্রকাশ করেছে?
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ এই প্রতিবেদন প্রকাশ করেছে।
5. এনরিকের অধীনে পিএসজির সবচেয়ে বড় অর্জন কী?
ক্লাবের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ ও ট্রেবল জয়।

