Dr. Perth Chatterjee: বিশিষ্ট সাংবাদিক  ও জীবনবাদী লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ৮৪ তম জন্ম দিবস

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, মালদা, ২৬ অক্টোবরঃ   বিশিষ্ট সাংবাদিক  ও জীবনবাদী লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ৮৪ তম জন্ম দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ।

মঙ্গলবার বিকালে কালিয়াচক ২ ব্লক অফিসের  সুকান্ত ভবন মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে বিশিষ্ট সাংবাদিক তথা শিক্ষক রেজাউল করিম।

এই অনুষ্ঠানটির সৌজন্যমূলক সহযোগিতা করে সংশ্লিষ্ট এলাকার গুণমুগ্ধ পাঠক মহল কর্তৃপক্ষ।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াচক ২ ব্লকের বিডিও রমল সিং বিরধি।

ছিলেন মোথাবাড়ি থানার আইসি মৃনাল চ্যাটার্জী , বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ অন্যান্যরা । এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশিষ্ট লেখক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের জীবনবাদী মূলক একটি ম্যাগাজিনের শুভ সূচনা করা হয়।