ইনস্টাগ্রামেই ইঙ্গিত! নতুন প্রেমে ফোবি গেটস

Published By: Khabar India Online | Published On:

হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি, আর তাতেই শুরু নতুন গুঞ্জন। বিশ্বের অন্যতম ধনকুবের Bill Gates-এর কনিষ্ঠ কন্যা Phoebe Adele Gates আবার প্রেমে মজেছেন বলে জল্পনা তুঙ্গে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ফোবি। ছবিতে তার পাশেই দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে শুধু একটি লাল হৃদয়ের ইমোজি—কিন্তু সেটাই যেন সব কথা বলে দিয়েছে। নেটিজেনদের অনেকেই ধরে নিচ্ছেন, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন ফোবি।

২৩ বছর বয়সী মার্কিন উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফোবির এই পোস্টে মন্তব্যের বন্যা। কেউ লিখেছেন, “প্রথম ভালোবাসা আবার ফিরে এসেছে।” আবার কেউ মজা করে বলেছেন, চ্যাজ নাকি বেশ ধৈর্যশীল মানুষ, ফোবির উচিত তার হৃদয় নিয়ে আর না খেলা করা।

আসলে চ্যাজ ফ্লিন ফোবির জীবনে একেবারে নতুন কেউ নন। হাইস্কুলে পড়ার সময় থেকেই দুজনের বন্ধুত্ব ছিল, এমনকি অল্প সময়ের জন্য সম্পর্কও। অনেক বছর পর সেই পুরনো বন্ধুত্বই যেন এবার নতুন করে প্রেমে রূপ নিল।

এর আগে ফোবি সম্পর্কে ছিলেন আর্থার ডোনাল্ডের সঙ্গে, যিনি কিংবদন্তি শিল্পী Paul McCartney-এর নাতি। ২০২৩ সালে শুরু হওয়া সেই সম্পর্ক ২০২৫ সালের শেষের দিকে ভেঙে যায়। ব্রেকআপের কয়েক মাস পরই শৈশবের পরিচিত মানুষটির কাছেই ফিরলেন ফোবি গেটস।

 প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: ফোবি গেটস কে?
উত্তর: ফোবি গেটস বিল গেটসের কনিষ্ঠ কন্যা এবং একজন মার্কিন উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

প্রশ্ন ২: ফোবি কার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন?
উত্তর: ফোবি চ্যাজ ফ্লিনের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রশ্ন ৩: চ্যাজ ফ্লিন কি ফোবির পুরনো পরিচিত?
উত্তর: হ্যাঁ, তারা একই হাইস্কুলে পড়াশোনা করেছেন এবং আগে বন্ধুত্ব ও স্বল্প সময়ের সম্পর্ক ছিল।

প্রশ্ন ৪: ফোবির আগের সম্পর্ক কার সঙ্গে ছিল?
উত্তর: ফোবির আগের সম্পর্ক ছিল আর্থার ডোনাল্ডের সঙ্গে।

প্রশ্ন ৫: এই সম্পর্কের খবর কীভাবে প্রকাশ্যে আসে?
উত্তর: ফোবির ইনস্টাগ্রাম পোস্টে লাল হৃদয়ের ইমোজি দেওয়া ছবির মাধ্যমেই জল্পনা শুরু হয়।