ছুটির মধ্যেও কড়া নজর, ম্যান সিটির খেলোয়াড়দের সতর্ক করলেন গার্দিওলা

Published By: Khabar India Online | Published On:

বড়দিনের আনন্দেও কি ফুটবলাররা নিশ্চিন্ত? একদমই না! ম্যানচেস্টার সিটির ড্রেসিংরুমে কড়া বার্তা দিয়ে রাখলেন কোচ Pep Guardiola। ওজন বাড়লেই সরাসরি ম্যাচ থেকে বাদ—এমনই স্পষ্ট সতর্কতা দিয়েছেন তিনি।

সম্প্রতি প্রিমিয়ার লিগে Manchester City ৩-০ গোলে West Ham United-কে হারালেও খেলোয়াড়দের ফিটনেস নিয়ে মোটেই সন্তুষ্ট নন গার্দিওলা। তাই বড়দিনের ছুটিতেও কঠোর শৃঙ্খলা বজায় রাখতে চাইছেন এই স্প্যানিশ কোচ।

গার্দিওলা জানিয়েছেন, ছুটিতে যাওয়ার আগে প্রত্যেক ফুটবলারের ওজন নথিভুক্ত করা হয়েছে। ২৫ ডিসেম্বর ছুটি শেষে ক্লাবে ফিরেই আবার ওজন পরীক্ষা করা হবে। কোচের কথায়, খেলোয়াড়রা খেতে পারবেন, তবে নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে।

তিনি স্পষ্ট করে দিয়েছেন, কেউ যদি অতিরিক্ত ওজন নিয়ে ফিরে আসে, তাহলে ২৭ ডিসেম্বর Nottingham Forest-এর বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ পাবে না। উদাহরণ দিয়ে গার্দিওলা বলেন, “কেউ যদি তিন কেজি বেশি ওজন নিয়ে আসে, ফিট থাকলেও সে ম্যাচ খেলবে না।”

তবে শুধুই কড়াকড়ি নয়, বিশ্রামের গুরুত্বও মনে করিয়ে দিয়েছেন তিনি। গার্দিওলার মতে, পরিবারকে সময় দেওয়া ও কিছু সময়ের জন্য ফুটবল থেকে দূরে থাকলে খেলোয়াড়রা মানসিকভাবে সতেজ হয়ে ফিরবে।

এদিকে পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট না হওয়ায় ম্যাচের পর একদিনের ছুটি দেননি গার্দিওলা। রিকভারি ও ট্রেনিংয়ের পর তিন দিনের বিরতি দিয়ে এরপরই শুরু হবে নটিংহ্যাম ফরেস্ট ম্যাচের প্রস্তুতি।

প্রশ্ন ও উত্তর 

প্রশ্ন ১: গার্দিওলা কেন বড়দিনেও এত কড়া নিয়ম রেখেছেন?
উত্তর: ফিটনেস ও পারফরমেন্স ধরে রাখার জন্য তিনি কোনো ছাড় দিতে চান না।

প্রশ্ন ২: কতটা ওজন বাড়লে ম্যাচ থেকে বাদ পড়তে পারেন খেলোয়াড়রা?
উত্তর: গার্দিওলার মতে, তিন কেজি বেশি ওজন থাকলেই ম্যাচ খেলা যাবে না।

প্রশ্ন ৩: কবে আবার ওজন পরীক্ষা হবে?
উত্তর: ২৫ ডিসেম্বর ছুটি শেষে ক্লাবে ফেরার দিন।

প্রশ্ন ৪: কোন ম্যাচে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে?
উত্তর: ২৭ ডিসেম্বর নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে।

প্রশ্ন ৫: খেলোয়াড়দের বিশ্রাম নিয়ে গার্দিওলার মত কী?
উত্তর: পরিবারকে সময় দিলে খেলোয়াড়রা মানসিকভাবে রিফ্রেশ হয়ে ফেরে বলে তিনি মনে করেন।